‘মিল্কি বিউটি’ খ্যাত অভিনেত্রী তিনি। শুরুটা বলিউড ফিল্মের হলেও দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার দীর্ঘ কেরিয়ারে ছবির সংখ্যা ৬৯টি। ছবিগুলির মধ্যে রয়েছে ‘বাহুবলি’, ‘কেজিএফ’, ‘সাইরা নরসিমহা রেড্ডি’র মত হাইপ্রোফাইল ছবি। পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করতে দেখা গেছে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। ২০০৫ সালে প্রথম একটি মিউজিক ভিডিওতে তামান্নাকে কাজ করতে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ ১৭ বছর পর আবার কোন মিউজিক ভিডিওতে কাজ করলেন তামান্না। ‘তাবাহি’ শিরোনামের এই মিউজিক ভিডিও গানের কথা সুর ও কণ্ঠ দিয়েছেন বিখ্যাত ব়্যাপার বাদশা। মিউজিক অ্যারেঞ্জ করেছেন হিটেন। অতিসম্প্রতি বাদশার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই গানটির ভিউ দাঁড়িয়েছে ২৬ লক্ষ্। যথেষ্ট প্রশংসা পেয়েছে বাদশার গায়কি ও তামান্নার পারফরম্যান্স। এক কথায় জনপ্রিয় মিউজিক ব়্যাপার বাদশার সঙ্গে তাঁর নয়া জুটি সকলের মন কেড়ে নিয়েছে। তামান্না নিজেও সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করেছেন। সেখানেও প্রায় ৮ লক্ষ ভিউয়ার। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভুও এই মিউজিক ভিডিওতে তামান্নার লুক এবং পারফরমেন্সের যথেষ্ট প্রশংসা করেছেন।
বাদশা ও তামান্নার এই নতুন মিউজিক ভিডিও নেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। গানটি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভিউয়ারদের সংখ্যা আকাশছোঁয়া। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ‘বাহুবলি’ নায়িকা তামান্না এই মুহূর্তে নেট দুনিয়ায় যথেষ্ট হটকেক। মিউজিক ভিডিওতে তামান্নার সোনালি গর্জিয়াস পোশাক অন্য মাত্রা এনে দিয়েছে। সম্পূর্ণ কালো পোশাকে চোখে সানগ্লাস পরে বাদশাও ছিল যথেষ্ট আকর্ষণীয়। অভিনেত্রীর কোমরে হাত দিয়ে থাম্বনেইল দেখিয়ে পোজ দিয়েছেন বাদশা। অভিনেত্রী তামান্না এই গানের প্রসঙ্গে জানিয়েছেন,’এই প্রথমবার আমি বাদশার সঙ্গে কাজ করলাম। এটা সত্যি একটা ধামাকা দার মিউজিক ভিডিও। আমি যেদিন থেকে এই গানটি প্রথম শুনছিলাম তখন থেকেই নিজে গুনগুন করে আসছি, এখন আমি গানটি জোরে জোরে গাইতে পারছি।
এই গানের সঙ্গে নাচের স্টেপগুলো আমার অত্যন্ত পছন্দের। বাদশার সঙ্গে কাজ করে আমি রীতিমত আপ্লুত’। স্টাইল স্টেটমেন্ট সর্বদাই ঝড় তুলে থাকেন ‘বাহুবলি’ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে সম্পূর্ণ খোলা শরীরে শুধুমাত্র একটি বালিশ দিয়ে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন তামান্না। বালিশ জড়িয়ে মাটিতে শুয়ে বোর্ড অবতারে লাস্যময়ী তামান্না যথেষ্ট নজর কেড়েছিল। যা নেটদুনিয়া কাঁপিয়ে দিয়েছিল।অন্যান্য দক্ষিণী জনপ্রিয় নায়িকাদের মত আকর্ষণীয় ফিগার ধরে রাখতে তামান্না যথেষ্ট কসরত করেন। তিনি নিজেই বলেন,’আমার কাছে ওয়ার্কআউট আসলে প্রতিদিনের দাঁত ব্রাশ করার মত। হঠাৎ একদিন আমি শরীরচর্চা করা থেকে বিরত নিই না।
ওজন উত্তোলন থেকে শুরু করে সাঁতারকাটা সমস্ত ধরনের শরীরচর্চা আমি নিয়মিত করি’। শোনা যায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাক এর সঙ্গে দীর্ঘদিন ডেটিং করছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগে একটি গহনার দোকানে তামান্না এবং আব্দুলকে দেখা গিয়েছিল। যা প্রকাশ্যে আসায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছিল। যানিয়ে তাদের বিয়ের গুঞ্জন অবধি জল গড়িয়েছিল। অবশ্যই সব জল্পনার খবরে মুখ খোলেননি অভিনেত্রী। তিনি পরিষ্কার জানিয়ে ছিলেন আব্দুল রাজ্জাকের সঙ্গে তাঁর কোনো বিশেষ সম্পর্ক নেই। তবে তারা দুজন খুব ‘ভাল বন্ধু’। ছবিটি অনেক দিনের পুরনো বলে দাবি করেছিলেন নায়িকা। তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়েস্ত্রো’। তেলেগু ভাষার ছবি গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই মুহূর্তে তামান্নার ঝুলিতে রয়েছে ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘সেটিমার’,’গুরথুন্ডা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’,’দ্যাট ইজ মহালক্ষী’ ইত্যাদি।