Wednesday, August 27, 2025
Homeবিনোদনএকই হোলি পার্টিতে গেলেও তামান্না-বিজয় মুখ দর্শন করলেন না!

একই হোলি পার্টিতে গেলেও তামান্না-বিজয় মুখ দর্শন করলেন না!

ওয়েব ডেস্ক: একই হোলি পার্টিতে এসেও একে অপরকে এড়িয়ে গেলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তাদের প্রেমের গুঞ্জন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকদিনের। বলিউডের সিনিয়র অভিনেত্রী রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে অংশ নিয়েছিলেন এই দুই তারকা। সেখানকার হলি উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তামান্না বিজয় এই প্রিয় পাওয়ার কাপলকে হোলি পার্টিতে কখনোই একসঙ্গে দেখা যায়নি। তামান্না বিজয় বিচ্ছেদ কি তাহলে নিশ্চিত!
তামান্নার পরনে ছিল সাদা টিউব টপ আর জলপাই সবুজ কার্গো প্যান্ট সঙ্গে পরেছিলেন জ্যাকেট। রবিনার বাড়ির বাইরে চট্টগ্রাম তামান্নার ঢোকার ছবি তুলেছেন। অন্যদিকে বিজয় উচ্ছ্বসিত হয়ে পাপারাৎজিদের উষ্ণ অব্যর্থনা জানিয়ে মজা করে তাদের গায়ে রং মাখিয়ে দেন।

আরও পড়ুন:হোলিতে ভিকি-ক্যাটের খুনসুটি, রঙের উৎসবে একসঙ্গে তামান্না-বিজয়

প্রসঙ্গত, তামান্না বিজয় এই জনপ্রিয় জুটি নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা ছিলেন। ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির আশেপাশে তাদের প্রেমের কথা নিশ্চিত করেছিলেন।
বিজয় বার্মার মুখে শোনা গিয়েছিল আমরা দুজনেই একসঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যদি আমরা একে অপরকে পছন্দ করি তবে এটা লুকানোর কোন দরকার নেই। একটি সম্পর্ক লুকানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমি এই ধরনের বিজি নিষেধ পছন্দ করি না।আবার বিজয় বর্মা সম্পর্কে তামান্না ভাটিয়া বলেছিলেন তিনি এমন একজন যার সাথে আমি খুব শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছি।

Read More

Latest News