কার্শিয়াং এর কুয়াশা ঘেরা পাহাড়। পাইন গাছের সারি। সেই পথেই লাইট , ক্যামেরা, অ্যাকশন, কাট নিয়ে ব্যস্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পাহাড়েই চলছে তাঁর আগামী ছবি ‘চিরসখা হে’ ছবির শ্যুটিংয়ের কাজ।
পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় এই ছবির পরিচালনার দায়িত্বে। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তনুশ্রী। ছবির গল্পে এক তরফা ভালোবাসা , অভিমানের গল্প উঠে আসবে।
ঈশান ও তিলত্তমার প্রেম রং পাবে পাহাড়ের কুয়াশা ঘেরা পথে। তিলত্তমা নিজের ভালোবাসা হারিয়ে একাকিত্বের দিন কাটাতেন। সেই সময় তাঁর জীবনে নতুন বাতাস হয়ে আসে ঈশান। তাঁদের ভালোবাসার কী পরিণতি হয়, সেই নিয়েই ছবি ‘চিরসখা হে’।
ছবিতে কেন্দ্রীয় চরিত্র তনুশ্রী চক্রবর্তী ছাড়াও রয়েছেন ঈশান মজুমদার , মিঠু চক্রবর্তী বরুণ চন্দ প্রমুখ। শ্যুটিং চলছে জোর কদমে। ঠান্ডায় কাঁপুনি ধরলেও ছবির কাজে ব্যস্ত পুরো ইউনিট। এই ছবি খুব সম্ভবত চলতি বছরেই দেখতে পাবে দর্শক।