Sunday, July 27, 2025
Homeবিনোদনসুহানা-অগস্ত্যর মা কারা?

সুহানা-অগস্ত্যর মা কারা?

Follow Us :

জোয়া আখতারের আগামী ছবি ‘দ্য আর্চিস’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে জল্পনার অন্ত নেই।কারণ,প্রথমত জনপ্রিয় কমিক্স ‘আর্চি’ নিয়ে ছবি তৈরি হচ্ছে বলিউডে।পাশাপাশি ছবিতে অভিনয় করে রূপোলি পর্দায় পা রাখতে চলেছে বলিপাড়ার তিন স্টারকিড।‘দ্য আর্চিস’ ছবিতে মুখ্যচরিত্র ‘আর্চি’-র অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।পাশাপাশি ‘ভেরোনিকা’-র ভূমিকায় নজর কাড়বেন শাহরুখ কন্যা সুহানা খান ও ‘বেটি কুপার’-এর চরিত্রে থাকছেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর।পাশাপাশি এই টিনএজ মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্মে দেখা যাবে মিহির আহুজা,ডট,যুবরাজ মেণ্ডা,বেদাঙ্গ রায়না ছাড়াও আরও অনেককে।তবে ছবিতে বলিপাড়ার সিনিয়র কারা রয়েছেন সেই নিয়ে রীতিমতো গুঞ্জন রয়েছে।

সদ্যই জানা গিয়েছে ছবিতে আর্চিস ওরফে অগস্ত্য নন্দার মায়ের ভূমিকায় অভিনয় করবেন তারা শর্মা।একসময় বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ইদানিং আর সেই ভাবে দেখা যায়না ‘ওম জয় জগদীশ’ ছবির অভিষেক বচ্চনের নায়িকাকে।তাই সেই হিসেবে ‘দ্য আর্চিস’-এ অভিনয় করে বলিপাড়ায় কামব্যাক করছেন তারা শর্মা।এছাড়াও ছবির ভেরোনিকা সুহানার অনস্ক্রিন মায়ের ভূমিকায় অভিনয় করবেন  কোয়েল পুরী।এছাড়াও ছবিতে পার্শ্বচরিত্রে থাকছেন বলিপাড়ার একঝাঁক তারকা।আর কে কে থাকছেন ছবিতে সেই খবর প্রকাশ্যে আসবে খুব শীঘ্রই।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39