আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘রানী ভবানী’ ছবির টিজার(Release of ‘Rani Bhabni’ movie)। টিজারের প্রথমেই বেশ ভারী গলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chattopadhya)কে বলতে শোনা যাচ্ছে ‘১৭৭০ খ্রিস্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা একদল সন্ন্যাসী বিদ্রোহীদের ইতিহাস থাকবে এই গল্পে। এক বিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি।’ তারপরে রানী ভবানীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন ভবানী পাঠক। অনেকদিন পর একটি সুন্দর চরিত্রে দেখা যাবে টলিউডের বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Sharabanti hattopadhya)কে। প্রসেনজিতের চরিত্রও যথেষ্ট আকর্ষণীয়। সুন্দর টিজার দেখে নেটিজেনরা যথেষ্ট মুগ্ধ।
আরও পড়ুন: ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ায় বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী!
প্রসঙ্গত, টি-শার্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরাও লড়াই ফিরিয়ে দেব। গল্প এক গৌরবময় ইতিহাসের গল্প। বাংলার সংস্কৃতির ও মাটির গল্প। এই দে বিপক্ষে আসছে দেবী চৌধুরানী।’
ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র(Directed by Subhrajit Mitra)। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী,সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বনিক,বিবৃতি বন্দ্যোপাধ্যায় এবং এলেক্স ও’নিল। এই দেবীপক্ষে আসছে ‘দেবী চৌধুরানী'( “Devi Chowdhurani”)