দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৫নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত নতুন ছবি ‘সত্যমেব জয়তে ২’।ছবিতে জনের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার এবং বেশ কয়েকটি গান।শুক্রবার মুক্তি পেল ছবির নতুন গান ‘তেনু লেহঙ্গা’।গানটি রিক্রিয়েট করেছেন সংগীতশিল্পী তানিষ্ক বাগচি।গেয়েছেন জারাহ খান ও জাস মানাক্।পরিচালক মিলাপ জাভেরির সত্যমেব জয়তে ২-তে ট্রিপল রোলে রয়েছেন জন আব্রাহাম।ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ রয়েছে।ছবি মুক্তি পেতে এখনও বেশ কিছুদিন দেরি রয়েছে।তবে আপাতত ছবির নতুন গানের ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য।