থ্রিলারে প্রথমবার মুখোমুখি বাপ-বেটা অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুর।ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওরিজিনাল মুভি ‘থর’।মুক্তি পেল ছবির টানটান ট্রেলার।অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুর ছাড়াও ‘থর’-এ অভিনয় করেছেন সতীশ কৌশিক,ফতিমা সানা শেখ ছাড়াও আরও অনেকেই।আগামী ৬ মে থেকে শুরু হবে ছবির ওটিটি স্ট্রিমিং।মরুভূমির উপর নির্মিত এই ছবি যে গ্রীষ্মে সিনেপ্রেমীদের বড় আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।ওটিটি প্ল্যাটফর্মে এটাই অনিল কাপুরের প্রথম কাজ নয়।এর আগেও বিক্রমাদিত্য মোতওয়ানেও ওয়েব ফিল্ম ‘একে ভার্সেস একে’ ছবিতে দর্শকদের মন জয় করেছিলেন বলিপাড়ার এই অভিজ্ঞ অভিনেতা।ছেলে হর্ষবর্ধন কাপুরের ওটিটি অভিষেকও হয়েছে গতবছরই।অ্যান্থলজি সিরিজ ‘রে’-তে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।তবে ‘থর’-এই প্রথমবার বাবা ও ছেলেকে একসঙ্গে দেখা যাবে।যা দর্শকদের বড় পাওনা হতে চলেছে।পাশাপাশি সতীশ কৌশিক কিংবা ফতিমা সানা শেখরা তো রয়েছেই।সব মিলিয়ে ‘থর’ যে বেশ জমজমাট হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
Html code here! Replace this with any non empty text and that's it.