মুম্বই : গুড নিউজ(Good News)-এর চার বছর পর আরও একবার একসঙ্গে দেখা যাবে করিনা কাপুর খান ও দিলজিৎ দোসঞ্জকে(Kareena Kapoor Khan & Diljith Dosanjh)।গতবছরই আমরা জানিয়েছিলাম একতা কাপুর ও রিয়া কাপুরের(Ekta Kapoor And Rhea Kapoor) প্রযোজনায় নতুন ছবি দ্য ক্রিউ(The Crew)-তে মুখ্যচরিত্রে অভিনয় করছেন বেবো।পাশাপাশি ছবিতে দেখা যাবে আরও দুই বলিউড অভিনেত্রী তব্বু ও কৃতি স্যাননকে(Tabbu & Kriti Sanon)।সদ্যই শোনা গিয়েছে দ্য ক্রিউ তে অভিনয় করতে চলেছেন দিলজৎ দোসঞ্জ।চলতি বছরে পঞ্জাবী গায়ক-অভিনেতার ঝুলিতে রয়েছে একঝাঁক ছবি।যার মধ্যে অন্যতম হতে চলেছে পরিচালক রাজেশ কৃষ্ণনের(Rajesh Krishnan) ছবি দ্য ক্রিউ।ছবিতে করিনা কাপুর খান,কৃতি স্যানন ও তব্বু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দিলজিৎ দোসঞ্জ।এয়ারলাইন ইন্ডাস্ট্রির অন্দরমহলের গল্প নিয়েই তৈরি হতে চলেছে থ্রিলার ফিল্ম।এবছর মার্চেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলেই জোর খবর।
Html code here! Replace this with any non empty text and that's it.