পুণে : শ্যুটিং সারতে পুণে উড়ে গেলেন অভিনেত্রী কৃতি স্যানন(Kriti Sanon)।শনিবারই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর আগামী ছবি আদিপুরুষ(Adipurush)-এর একঝাঁক পোস্টার(Poster)।যে পোস্টারে জানকী সীতা(Janki Sita) রূপে ধরা দিয়েছেন মিমি(Mimi) ছবির নায়িকা।১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে রামায়ণের কাহিনির উপর নির্মিত পরিচালক ওম রাউতের(Om Raut) এই ছবি।ছবিতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন সুপারস্টার প্রভাস(Prabhas),লক্ষ্মণের চরিত্রে নজর কাড়বেন সানি সিং(Sunny Singh) এবং লঙ্কেশ রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান(Saif Ali Khan)।বর্তমানে একাধিক নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন কৃতি স্যানন।যার মধ্যে অন্যতম হতে চলেছে পরিচালক রাজেশ কৃষ্ণানের(Rajesh Krishnan) ছবি দ্য ক্রিউ(The Crew)।ছবিতে কৃতির সঙ্গে মুখ্যচরিত্রে অভিনয় করছেন করিনা কাপুর খান এবং তব্বু(Kareena Kapoor Khan & Tabbu)। পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কপিল শর্মাও।মার্চেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।
View this post on Instagram
কলাকুশলীরা জানাচ্ছেন,আপাতত বেশ কিছুদিন নাকি পুণেতেই শ্যুটিং করবেন করিনা,কৃতি,তব্বুরা।শুক্রবারই শ্যুটিংয়ের উদ্দেশ্যে পুণে উড়ে গিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন।শনিবার থেকেই নাকি পুরোদমে শ্যুটিং শুরু করে দেবন পরিচালক রাজেশ কৃষ্ণান।যৌথভাবে দ্য ক্রিউ-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং রিয়া কাপুর।এখনও কোনওরকম ঘোষণা না হলেও এবছরের শেষেই ছবিটি মুক্তি পাবে বলে সূত্রের খবর।
View this post on Instagram