আগামী ২৭ অগস্ট ওটিটি প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ওয়েব সিরিজ দ্য এম্পায়ার।মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের ভারতজয়ের কাহিনি নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।নিখিল আডবানি পরিচালিত এই হিস্টোরিক্যাল এই ওয়েব সিরিজে জালালউদ্দিন বাবরের ভূমিকায় অভিনয় করেছেন কুণাল কাপুর।পাশাপাশি সিরিজে দেখা যাবে দৃষ্টি ধামি,শাবনা আজমি,রাহুল দেব ছাড়াও বলিউডের বহু বিখ্যাত কলাকুশলীকে।এছাড়াও সিরিজে ঐতিহাসিক চরিত্র শায়বানি খানের ভূমিকায় রয়েছেন ডিনো মোরিয়া।মুক্তি পেল শায়বানি ওরফে ডিনোর শ্যুটিংয়ের বেশ খানিকটা শ্যুটিংয়ের ভিডিও।সিরিজ নিয়ে নিজের মতামতও জানালেন অভিনেতা ও অন্য সহশিল্পীরা।
আরও পড়ুন – আসছে ‘দ্য এম্পায়ার’