সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স খ্যাত ডিরেক্টর ডুও রুশো ব্রাদার্সের ছবি দ্য গ্রে ম্যান।ওটিটিতে আসার পরই গোটা বিশ্ব জুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার এই ছবি।দ্য গ্রে ম্যান-এর কাহিনি দুর্দান্ত তো বটেই।দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে কলাকুশলীদের অভিনয়।দ্য গ্রে ম্যান ছবিতে মুখ্যচরিত্রে রায়ান গসলিং,ক্রিস ইভান,অ্যানা ডে আর্মাসদের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে দেখা গিয়েছে দক্ষিণী তারকা ধানুশকেও।ইতিমধ্যেই নেটফ্লিক্স স্ট্রিমিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ছবি।সদ্যই ছবির নির্মাতাদের তরফে মিলেছে জবর খবর।দ্য গ্রে ম্যান-এর সাফল্যের পর এবার আসছে ছবির সিক্যুয়েল।আর সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করবেন রায়ান গসলিং-ই।তবে দ্য গ্রে ম্যান ২-তে এগোচ্ছে না গল্প।বরং,ছবির আগের কাহিনিকেই সিক্যুয়েলে তুলে ধরবেন রুশো ব্রাদার্স। নেটফ্লিক্সে এখনই দ্য গ্রে ম্যান ২ আসার কোনও সম্ভাবনা নেই।কারণ,এইরকম একটি বড়মাপের ছবি তৈরি করতে গেলে বেশ খানিকটা সময় প্রয়োজন।রায়ান গসলিং ছাড়া আর কে কে থাকবেন সিক্যুয়েলে সেই নিয়েও এখনই তেমন কোন আপডেট নেই।অবশ্য দ্য গ্রে ম্যান ২ ঘিরে দর্শকমহলে যে এখন থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
Html code here! Replace this with any non empty text and that's it.