Sunday, August 3, 2025
Homeবিনোদনসুপার ডুপার হিট 'ট্রিপল আর' এর নেপথ্য হিরোরা

সুপার ডুপার হিট ‘ট্রিপল আর’ এর নেপথ্য হিরোরা

Follow Us :

‘বাহুবলি’ খ্যাত পরিচালক এস এস রাজমৌলির ছবি ‘ট্রিপল আর’ অর্থাৎ ‘রুদ্রম-রণম-রুধিরাম’ মুক্তির পর থেকে বক্স অফিসে শুধু ঝড় তোলেনি একের পর এক রেকর্ড গড়ে চলেছে। তারকাবহুল এই ছবির প্রধান চরিত্র আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। এই ছবির মাধ্যমে এই দুই ভারতীয় বিপ্লবী কথা জানতে পারল দর্শকরা। আল্লুরি সীতারাম রাজু ছিলেন একজন ভারতীয় বিপ্লবী। ১৮ বছর বয়সে সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন তিনি। ১৯২২ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাম্পা বিদ্রোহ বা মান্যম বিদ্রোহ সংঘটিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতিদের স্বাধীনতা সংগ্রাম ছিল এটি। আল্লুরি এই আদিবাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ১৮৮২ সালে মাদ্রাজ আইন পাসের বিরুদ্ধে ছিল এই বিদ্রোহ। বনভূমিতে আদিবাসী সম্প্রদায়ের অবাধ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল এই আইন। ১৯২৪ সালে আল্লুরি সীতারাম রাজু কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। এরপর তাকে গাছে বেঁধে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। তার সাহসিকতাকে স্যালুট জানিয়ে পরবর্তী সময়ে তাঁকে ‘ফরেস্ট হিরো’ উপাধি দেয়া হয়। এই ছবির খারাপ চরিত্র কোমারাম ভীম। জেল থেকে পালিয়ে আসামের চা বাগান অঞ্চলে লুকিয়ে ছিলেন কোমারাম। সেখানে তিনি আল্লুরি সীতারাম রাজুর উত্থানের কথা শুনে অনুপ্রাণিত হয়ে সেখানকার ‘গোল্ড’ সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন।১৯০০ সালে শুরুর দিকে হায়দ্রাবাদের শেষ নিজাম এবং স্থানীয় জমিদারদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হন তিনি। আদিবাসীদের ওপর নৃশংস অত্যাচার চালায় শেষ নিজাম। শস্য ও অন্যান্য জিনিসের উপর অতিরিক্ত কর চাপানো হয়। কঠিন হয়ে ওঠে আদিবাসীদের জীবন যাপন। ভীমের শ্লোগান ছিল ‘জল জঙ্গল জমিন’। প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত নিজামের সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্রোহ দমন করতে না পেরে নিজাম সরকার কোমারাম ভীমকে হত্যার পরিকল্পনা করে।১৯৪০ সালে আত্মসমর্পণ করতে অস্বীকার করলে ভীম ও তার সহযোগীদের গুলি করে নিজাম বাহিনীর হত্যা করে। ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতীয় বিপ্লবীদের এই সমস্ত কাহিনী ‘ট্রিপল আর’ ছবিতে নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে। যা দেখে দর্শকরা মুগ্ধ। আর সেই জন্যই ছবির এই ব্যবসায়িক সাফল্য। এই ছবির গল্প লিখেছেন পরিচালক রাজমৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ৪৫০ কোটি টাকা বাজেটের এই ছবি কয়েকদিনেই বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39