ওয়েব ডেস্ক: নতুন রাজনৈতিক থ্রিলার(Political thriller) ‘তেহরান'(Tehran) ১৪ আগস্ট অর্থাৎ গতকাল ওটিটি(OTT)তে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে জায়গা হয়নি। এই ছবির প্রেক্ষাপট ইরান-ইসরাইল সংঘাত(Iran-Isreal conflict)। তবুও এক ভারতীয় পুলিশ অফিসারের নৈতিক দ্বন্দ্ব এই ছবির কাহিনীচিত্রের অন্যতম অঙ্গ।
ছবিতে জন আব্রাহাম(John Abraham) এসিপি রাজীব কুমারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার বিপরীতে মানুষি চিল্লার(Manushi Chhillar) এস আই দিব্যা রানার ভূমিকায় রয়েছেন। কাহিনীচিত্রে দিব্যা একজন দৃঢ় নির্ভীক দেশপ্রেমিক পুলিশ অফিসার। অন্যদিকে রাজীবের চরিত্রটি আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি এবং রাজনীতির জটিল ফাঁদে আটকে আছে।
আরও পড়ুন:কালো ড্রেসে উপচে পড়ছে তৃপ্তির যৌবন
তেহরান ছবিটি শুধু ওটিটি প্লাটফর্ম ‘জি ফাইভ'(Zee 5) গতকাল মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে রিলিজ না করে সরাসরি ওটিটিতে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নিয়ে জন আব্রাহাম জানিয়েছেন, এটি সাধারণ দেশপ্রেমের গল্প নয়; বরঞ্চ বলা যেতে পারে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক দ্বন্দ্বে(Terrorism and International conflict) ভারতের অবস্থানকে নতুন এক দৃষ্টিভঙ্গিতে দেখার ছবি। জন আরো জানান যে তার কিছুটা হলেও খারাপ লাগছে। এই ছবির যা গল্প তাতে বড়পর্দা ছিল এই ছবির জন্য একেবারে উপযুক্ত। ছবিটি এমনিতেই বেশ কয়েক বছর তৈরি করার পরও মুক্তি পায়নি। নানান জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে বড় পর্যায়ে মুক্তি না পেলেও ছবিটি মানুষের কাছে পৌঁছচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন অরুন গোপালন। ওটিটিতে মুক্তির আগেই ছবি র ট্রেলার টি যথেষ্ট আলোড়ন তুলেছিল। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবি গুপ্তচরবৃত্তির(Spying) জগতকে পর্দায় তুলে ধরা হয়েছে। যেখানে ইরান এবং ইসরাইলের মধ্যে এক নাটকীয় সংঘর্ষ সেলুলয়েডে তুলে ধরা হয়েছে।
এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে জন আরো জানান যে জাতীয়তাবাদী ছবির প্রলোভনে তিনি কখনো পা দিতে চান না। কথা প্রসঙ্গে অভিনেতা জানান ‘ছাবা'(Chaava) কিংবা ‘দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) এর মত ছবিতে তিনি কাজ করতে চান না। যদিও এই দুটি ছবি তিনি দেখেননি। তার মতে কোন ছবি অতিরিক্ত রাজনৈতিক আবহে মানুষের মতামতকে প্রভাবিত করার জন্যই তৈরি হয়। তা সত্বেও দর্শক পায় সেটা যথেষ্ট ভয়ংকর। সেই জন্য আমি এই ধরনের ছবিতে কাজ করতে রাজি নই।
দেখুন অন্য খবর: