Sunday, August 3, 2025
Homeবিনোদনবরফ গলেছে সলমন-অরিজিতের! 'টাইগার ৩' এ প্রথম গান

বরফ গলেছে সলমন-অরিজিতের! ‘টাইগার ৩’ এ প্রথম গান

Follow Us :

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বলিউডে নতুন সেন্সেশন তৈরি করেছিল। মুম্বইয়ে বলিউড ভাইজান সলমন খানের Galaxy অ্যাপার্টমেন্টে গায়ক অরিজিৎ সিং কে গাড়ি নিয়ে ঢুকতে দেখা গিয়েছিল। তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে পড়তেই দুজনের অনুরাগীদের উৎসাহ চরণে উঠেছিল। সকলেই ভেবে নিয়েছিলেন তাহলে শেষ পর্যন্ত অরিজিৎকে সলমন ক্ষমা করে দিয়েছেন! তাহলে ৯ বছর পর অরিজিৎ-সলমন সম্পর্কে বরফ গলতে চলেছে!
অনুরাগীরা ধারণা করে নিয়েছিলেন তাহলে আসন্ন ‘টাইগার ৩’, ‘বিষ্ণুবর্ধন’ কিংবা করণ জোহরের সঙ্গে যে ছবিটি সলমন করতে চলেছেন তাতে প্লেব্যাক গায়ক হিসেবে অরিজিৎ সিং কে দেখা যাবে! দুই তারকাকে একসঙ্গে দেখতে পাবার আনন্দে অনুরাগীরা তখন থেকেই উৎসাহে ফেটে পড়ছিলেন।
ভক্তদের ধারণা অনেকটাই ঠিক প্রমাণ হতে চলেছে। শেষ পর্যন্ত দুজনের সম্পর্কের বরফ গলেছে বলেই মনে হচ্ছে। সালমানের নতুন ছবি টাইগার টিনের প্রথম গানের ঝলক মুক্তি পেয়েছে। যেটি অরিজিৎ সিং এর গাওয়া। অরিজিতের গাওয়া ‘লেকে প্রভু কা নাম’ নিয়ে সলমন লেখেন,’প্রথমে গানের প্রথম ঝলক দেখুন। হ্যাঁ এটি আমার জন্য গাওয়া অরিজিৎ সিং এর প্রথম গান। ২৩ অক্টোবর মুক্তি পাবে এই গান এবং ১২ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। এই ছবি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে।

আরও পড়ুন: ‘স্ক্যাম ২০২৩: দ্য তেলগি স্টোরি ২’ ট্রেলার

বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে কানপাতলে শোনা যায় যে ভাইজান নাকি অনেকেরই কেরিয়ার নষ্ট করেছেন। তাই অনেকেই তাকে সংগ্রহ করেই চলেন। প্রায় বছর ৯ আগে ২০১৪ সালে একটি পুরস্কার বিতরণের মঞ্চে দুজনের মধ্যে এক অপ্রীতিকর ঘটনার ফলশ্রুতি হিসেবে অরিজিৎকে ‘বাদ’ এর তালিকায় ফেলে রেখেছিলেন সলমন। এই ঘটনার পর থেকে সলমনের কোন ছবিতেই এই বাঙালি গায়কের কোন ডাক পড়েনি।

গুঞ্জন শোনা গিয়েছিল অরিজিতের কেরিয়ার নষ্ট করতে ভাইজান নাকি উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু তাতে খুব একটা সফল হননি তিনি। একের পর এক বিভিন্ন ছবিতে অরিজিতের গাওয়া গান শ্রোতা-দর্শকদের পাগল করে দিয়েছে। ভাইজানের কোন ছবিতেই তাকে গান গাইতে দেওয়া হয়নি। তারপর দীর্ঘ ন বছর পর কিছুদিন আগে ভাইজানের বাড়ির বাইরে অরিজিৎকে দেখতে পেয়ে ভক্তরা আশায় বুক বেঁধে রেখেছিলেন। এবার সালমান তাদের নতুন সম্পর্কে আবার সিলমোহর দিলেন।
প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে আসতে চলেছে সলমনের নতুন স্পাই থ্রিলার ‘টাইগার ৩’। ভাইজান নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন, ‘আমার জন্য এই প্রথম অরিজিত কোন গান গাইছে’।


৯ বছর আগে মঞ্চের সেই ঠান্ডা লড়াই এর পর অরিজিৎ প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ভাইজানের কাছে। অরিজিৎ ভক্তদের অনেকেরই ধারণা তাদের হার্টথ্রব গায়কের নৈতিক জয় হয়েছে! নৈতিক জয় যারই হোক না কেন আগামী দিনে ভাইজানের ছবিতে অন্য আকর্ষণ হিসেবে অবশ্যই দর্শকরা পাবেন অরিজিৎ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39