ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই হলিউডের(Hollywood) জনপ্রিয় নায়ক টম ক্রুজ(Tom Cruise)এর ডেটিং করার গুজব শোনা যাচ্ছিল। সম্প্রতি লন্ডনে কিউবান-আমেরিকান(Cuban-American) অভিনেত্রী আনা দে আরমাসের (Ana de Armas)সঙ্গে এক নৈশভোজে দেখা গেছে। এরপর থেকেই তাদের সম্পর্কের(Relationship) গুঞ্জন আরো জোরদার হয়েছে। এছাড়াও দুজনে একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন। যা থেকে ঘনিষ্ঠতা বাড়ার ধারণা তৈরি হয়েছে। নৈশ ভোজ ছাড়াও তাদের এর আগে কয়েকবার একসঙ্গে দেখা গেছে। একটি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী গত দু’মাসে বেশ কয়েকবার লন্ডনে ওয়াসিস কনসার্টে এবং একটি প্রাইভেট ক্লাবে তাদের একসঙ্গে খাওয়া-দাওয়া করতে দেখা গেছে। খুব স্বাভাবিক কারণেই ভক্তদের মধ্যে এই হাইপ্রোফাইল সম্পর্ক নিয়ে আগ্রহ বেড়েছে।
আরও পড়ুন:এবার সোনুর জন্মদিনে রিটার্ন গিফট প্রবীনদের ‘বৃদ্ধাশ্রম’
প্রসঙ্গত, দীর্ঘ এক দশকের নীরবতায় ছেদ দিয়ে আবার প্রেমের সম্পর্কে নাম জাড়ালেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। টম-আনার একসঙ্গে সময় কাটানোকালে শরীরী ভাষায় ‘ভালোবাসার আঁচ’ ভক্তরা অনুভব করেছে।
এরপর সপ্তাহান্তে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের ছোট্ট শহর উডস্টকে। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাত ধরে হাঁটতে দেখা গেছে এই জুটিকে। কখনও তারা ছোট দোকানে কেনাকাটা করেছেন, কখনও আবার আইসক্রিম হাতে হাসিমুখে ঘুরেছেন শহরের রাস্তায়। এমনকি একটি ন্যাশনাল পার্কেও তাদের ঘুরতে দেখা গেছে—সব মিলিয়ে যেন এক প্রেমঘন ছুটির গল্প। ভক্তরা বলছেন, এবার হয়তো টমের জীবনে সত্যি এসেছে নতুন প্রেমের সকাল। ৬৩ বছর বয়সী ‘মিশন ইম্পসিবল’(Mission Impossible) তারকা আর ৩৭ বছরের ‘ব্যালেরিনা’ অভিনেত্রী(Ballerina Actress) আনা দে আরমাস।
টম ক্রুজ সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন ভীষণ গোপনীয়। তাই এমন উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্তরা। কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর গত ১২ বছরে এই প্রথম কোনো সম্পর্ক নিয়ে এভাবে প্রকাশ্যে এলেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা।
আনা দে আরমাস নিজেও বর্তমানে হলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী। তাদের রসায়ন এতটাই স্বাভাবিক আর প্রাণবন্ত ছিল যে, কেউ কেউ বলছেন—এটা আর গুঞ্জন নয়, বরং সত্যিকারের প্রেমের সূচনা। যদিও তারা কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে প্রকাশ্যে এমন অন্তরঙ্গ মুহূর্ত যেন নিজেই সব কিছু বলে দিচ্ছে।
রবিবার টম ও আনা উডস্টকের মনোরম ডাউনটাউনে একসঙ্গে ঘুরছিলেন। তাঁদের পরনে ছিল একেবারে সাধারণ পোশাক—টমের গায়ে নেভি ব্লু টি-শার্ট, মাথায় ক্যাপ। আনার পরনে ছিল সাদার উপর কালো ডেনিম।প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁরা একসঙ্গে ন্যাশনাল পার্কে ঘুরেছেন, কেনাকাটি করেছেন, এবং দিন শেষে খেয়েছেন আইসক্রিম! গোপনে ক্যামেরাবন্দি হওয়া সেইসব মুহূর্ত এখন ভাইরাল।
দেখুন অন্য খবর: