Sunday, August 3, 2025
Homeবিনোদনঅবশেষে মুক্তি পাচ্ছে 'তুফান'

অবশেষে মুক্তি পাচ্ছে ‘তুফান’

Follow Us :

করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছিয়ে ছিল বলিউড অভিনেতা ফারহান আখতারের পরবর্তী ছবি ‘তুফান’ এর মুক্তি। প্রসঙ্গত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত ২১ মে ও টি টি প্লাটফর্মে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে কোভিদ এর সংক্রমণ হাস পাচ্ছে তার ফলে মহারাষ্ট্র সরকার আনলকের প্রক্রিয়া অনুসরণ করছে। পরিস্থিতি বিবেচনা করে ছবির প্রযোজনা সংস্থা আগামী ১৬ জুলাই অ্যামাজন প্রাইমে ‘তুফান’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, এই ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার নিজেই। সোমবার এক টুইটে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি নিজেই। সেখানেই তার ছবি মুক্তির দিনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অভিনেতা।
তুফান ছবিতে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফরহান আখতারকে । ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ফারহান ছাড়াও এ ছবিতে দেখা যাবে ম্রুনাল ঠাকুর, পরেশ রাওয়াল ও অন্যান্য অভিনেতাদের।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39