কলকাতা : প্রত্যন্ত এক গ্রামের নতুন পোস্টমাস্টারের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ডাকঘর(Dakghar)।সিরিজে পোস্টমাস্টারের ভূমিকায় অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়(Suhatra Mukherjee)।তাঁর সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে(Ditipriya Roy)।একটি মজাদার চরিত্রে রয়েছেন অভিনেতা কাঞ্চণ মল্লিক(Kanchan Mallick)।সদ্যই প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ডাকঘর-এর ট্রেলার। সিরিজটি পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন(Abhrajit Sen)।আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডাকঘর-এর ওটিটি স্ট্রিমিং।
নাম না জানা এক জেলার প্রত্যন্ত গ্রামের নাম হাগদা।যে গ্রামের এক একটি মানুষ এক একটি চরিত্র।দীর্ঘদিন ধরেই বন্ধ গ্রামের ডাকঘর।গ্রামের লোকে বলে,সেখানে নাকি ভূতের বাসা।কিন্তু হঠাৎ একদিন সকালে ডাকঘরের দরজা খুলে বেরিয়ে আসেন একটি লোক।তিনিই গ্রামের নতুন পোস্টমাস্টার দামোদর দাস(সুহত্র মুখোপাধ্যায়)।হাগদা গ্রামকে ভালবেসে ফেলেন শহুরে ছেলে দামোদর।আর ভাল লাগে এই নতুন গ্রাম গ্রামেরই একটি মেয়ে মঞ্জুরীকে(দিতিপ্রিয়া রায়)।কিছুদিনের মধ্যেই মঞ্জুরীর সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন দামোদর। কিন্তু হাগদা গ্রামে কেন এল সে?শুধুই চাকরির জন্য?নাকি অন্যকিছুর খোঁজে?ক্রমশই ঘনিয়ে ওঠে রহস্য।এমন একদিন আসে যখন জানা যায় পোস্টমাস্টারের চাকরি ছেড়ে দিচ্ছেন দামোদর।কিন্তু কেন?তবে গল্প আপাতত এটুকুই।বাকিটা সিরিজ দেখার পরই বোঝা যাবে।আগামী ২৪ডিসেম্বর শুরু হচ্ছে ডাকঘর-এর স্ট্রিমিং।
Dakghar Trailer : ওটিটিতে ‘ডাকঘর’
Follow Us :