আগামী ১৮মার্চ হোলি উপলক্ষে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বচ্চন পাণ্ডে’।‘হাউসফুল ৪’-এর পর এই ছবিতেও একসঙ্গে জুটি বেঁধেছেন খিলাড়ি কুমার ও কৃতি স্যানন।পাশাপাশি ছবিতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ,আরশাদ ওয়ার্সি,পঙ্কজ ত্রিপাঠি প্রমুখদের।‘বেলবটম’ ও ‘সূর্যবংশী’-র মতো ছবি দর্শকদের উপহার দিয়ে করোনাকালে বারবার বক্সঅফিসের হাল ফিরিয়েছেন আক্কি।তাই ‘বচ্চণ পাণ্ডে’-র বক্সঅফিস সাফল্যের দিকে তাকিয়ে আছে গোটা বলিউড।শোনা যাচ্ছে,আগামী ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে অক্ষয়ের আগামী অ্যাকশন কমেডি ছবির ট্রেলার।নির্মাতা সংস্থা সূত্রে খবর,ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চণ পাণ্ডে’ নিয়ে সিনেপ্রেমীদের দারুণ আগ্রহ রয়েছে ,তাই আগে ভাগেই ছবির প্রমোশন শুরু করতে চান প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।মুক্তির প্রায় একমাস আগেই প্রকাশ্যে আসবে আক্কির ছবির ট্রেলার।তারপরই পুরদস্তুর ‘বচ্চন পাণ্ডে’-র প্রমোশনে নেমে পড়বেন অক্ষয়,কৃতি,জ্যাকলিনরা।
Html code here! Replace this with any non empty text and that's it.