মুম্বই : এবার দুবাইয়ের বুর্জ খালিফার(Burj Khalifa) প্রাচীরে প্রদর্শিত হতে চলেছে পাঠান(Pathaan)-এর ধুন্ধুমার ট্রেলার। শাহরুখ-দীপিকা অভিনীত স্পাই থ্রিলার ফিল্ম পাঠান-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে ছবি মুক্তির কাউন্টডাউন।পাঠান দেখার অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ ভক্তরা।পাঠান নিয়ে রীতিমতো উন্মাদনা রয়েছে মরুশহর দুবাইতেও। আর সেই উন্মাদনা একটু বাড়িয়ে দিতে মরুশহরে হাজির হয়েছেন বলিউড বাদশা(Bollywood News)। দুবাইতে চলছে টি টোয়েন্টি লিগ।যে টুর্নামেন্টে খেলছে কিং খানের দল আবু ধাবি নাইট রাইডার্স(Abu Dhabi Night Riders)। দলকে চিয়ার করতে আপাতত দুবাইতেই রয়েছেন শাহরুখ খান।সঙ্গে রয়েছেন পাঠান-ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দও(Siddharth Anand)।বিগত কয়েকবছর ধরেই শাহরুখের জন্মদিনের সেলিব্রেশনে মাতে দুবাই।বুর্জ খালিফায় মিরর ওয়ালে শুভেচ্ছা জানানো হয়ে বাদশা খানকে।শনিবার রাতে দেওয়ালেই ফুটে উঠতে চলেছে পাঠান-এর ট্রেলার।সেই মুহূর্তকে উপভোগ করার জন্য উপস্থিত থাকবেন শাহরুখ খান সহ টিম পাঠান-এর বেশ কিছু সদস্য।
View this post on Instagram
ছবিতে ইন্ডিয়ান স্পাই পাঠান-এর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন।ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গানে নজর কেড়েছেন নায়ক-নায়িকা।ভাড়াটে সন্ত্রাসবাদীর ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। রয়েছেন আশুতোষ রানা,ডিম্পল কপাডিয়া সহ আরও অনেক তারকা। আগামী ২৫জানুয়ারি মুক্তি পাবে পাঠান।তার আগে বুর্জ খালিফায় ছবির ট্রেলার প্রদর্শন যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কিং খানকে তা বলাই বাহুল্য।