বলিউডের বর্ষীয়ান পরিচালকদের মধ্যে অন্যতম রাজীব রাই।ত্রিদেব,বিশ্বাত্মা,মোহরা থেকে গুপ্ত।একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে নব্বই দশকের বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি।২০০৪সালে শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজীব রাই।তার শেষ ছবি ছিল অর্জুন রামপাল,প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অসম্ভব। তারপর আর ছবি তৈরি করেননি রাজীব।তবে অবসর ভেঙে পরিচালনায় ফিরতে চলেছেন মোহরা-র পরিচালক।শোনা যাচ্ছে,রাজীব একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার ফিল্মের পরিকল্পনা করেছেন।ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করবেন ৪০জন নতুন অভিনেতা অভিনেত্রী।চলতি মাসের শেষেই জয়পুরে শ্যুটিং শুরু হবে বলেই খবর।দীর্ঘদিন পর পরিচালনায় ফিরতে পেরে খুশি রাজীব।তবে এখনই নতুন প্রজেক্ট নিয়ে খোলসা করতে রাজি নন তিনি।
Html code here! Replace this with any non empty text and that's it.