Hollywood: ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর'(Triple R) ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ‘বাহুবলি'(Bahubali) খ্যাত পরিচালক এস এস রাজামৌলির(S S Rajamouli) এই ছবি এ বছরের মার্চ মাসের ২৪ তারিখ মুক্তি পেয়েছে। প্রায় ৪৫০ কোটি টাকা বাজেটের এই ছবি আয় করেছে ১২০০ কোটি টাকার বেশি। এখনো এই ছবির জয়রথ সমান গতিতে চলেছে। ছবিতে জুনিয়ার এনটিআর ও রামচরণ মুখ্য চরিত্রে অভিনয় করেছে।
ছবির গল্প থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি,অভিনয় সবকিছুই দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। দুই বীরযোদ্ধাকে নিয়ে এই ছবির গল্প।প্রসঙ্গত, দক্ষিণী দুই সুপারস্টার বলিউডের আলিয়া ভাট,অজয় দেবগন ছাড়াও এই ছবিতে রয়েছেন হলিউডের রে স্টেভেনসন(Ray Stevenson) ও অলিভিয়া মরিস(Olivia Morris)।
আরোও পড়ুন: Mrinal Sen Biopic Chanchal: পর্দায় মৃণাল সেন হবেন চঞ্চল
বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলা সত্ত্বেও হলিউড অভিনেত্রী নাথালি ইমানুয়েল(Hollywood Actress Nathalie Emmanuel) এর ছবিটি সম্পর্কে একটি মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। ‘গেম অফ থোনস'(Game of Thrones) খ্যাত এই অভিনেত্রীর এক টুইতে লিখেছেন, ‘ট্রিপল আর একটি অসুস্থ ছবি'(Triple R is a Sick Movie)। সেইসঙ্গে অভিনেত্রী ছবির কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন।
এরমধ্যে এনটিআর এবং রামচরণের নাচের দৃশ্য, পুলিশের পোশাকে অ্যাকশান মুডে রামচরণ, আলিয়ার সঙ্গে এনটিআর এর একটি মুহূর্ত রয়েছে। এসব ছবির সঙ্গে নিজের মন্তব্য জুড়ে দিয়েছেন নাথালি। হলিউড অভিনেত্রী এই মন্তব্যের সঙ্গে অনেক মেডিকেল আবার সহমত পোষনও করেছেন।