লকডাউনের সময়েও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী তুহিনা দাস। একটি বহুল প্রচলিত ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে তাঁকে দেখা যাচ্ছে একজন মহিলা গোয়েন্দা চরিত্রে। এবার তিনি বুধবার থেকে আরো একটি নতুন অরিজিনাল ছবি’ অপরাজিতা’র কাজ শুরু করলেন। ছবিটি পরিচালনা করছেন রোহন সেন।
কোভিডের কারণেই ওটিটি প্ল্যাটফর্মের রমরমা বেড়ে গেছে। এর ফলে অনেক নতুন পরিচালক উঠে আসছে।এই রকমই রোহন সেন নতুন ভাবনা নিয়ে কাজ করছেন। । ছবিতে নাম চরিত্রে অভিনয় করছেন তুহিনা। এই ছবির গল্প গতানুগতিক গল্পের থেকে একটু আলাদা। বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই ছবি।এই ছবিতে তহিনার বাবার চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। অপরাজিতা একজন স্বাধীন মহিলা একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করেন।তাঁর একজন বন্ধু রয়েছেন। তবে বাবার সঙ্গে অপরাজিতার সম্পর্ক একদম ভালো নয়, একই বাড়িতে থাকা সত্ত্বেও বাবা মেয়ের কোন কথা নেই।গল্প যতো এগোয় বাবা মেয়ের সম্পর্কে জটিলতা বাড়তে থাকে। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটি বুনেছেন পরিচালক রোহন সেন। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবতনু, ও অমৃতা দে।
এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হলো আজ থেকে। কলকাতার ও শহরতলি জুড়ে চলবে ছবির শ্যুটিং। ভিন্ন ধরণের চরিত্রের অভিনয় করতে চান তুহিনা। লকডাউনের কারণে বড় পর্দায় ছবি রিলিজের সমস্যা থাকায় ওটিটিতে অরিজিনাল ছবি তৈরির ট্রেন্ড বেড়ে চলেছে। তুহিনার চরিত্রের সঙ্গে মানিয়ে এই ছবিতে ওর লুক পরিবর্তন করা হয়েছে। খুব শীঘ্রই এই ছবি দেখতে পাবে দর্শক।