কলকাতা: ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বেঁধেছেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। গানের শিরোনাম ‘দাদা উই লাভ ইউ’।
মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক নামজাদা শপিং মলে উদ্বোধন হলো এই মিউজিক ভিডিওর। উপস্থিত ছিলেন সৌরভ সৌরভ গাঙ্গুলী,উষা উত্থুপ, সম্বরন ব্যানার্জি ও সংশ্লিষ্ট আরো অনেকে।
সৌরভ ক্রিকেট ছাড়াও ফুটবল নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখে ফিরেছেন তিনি। দাদার মুখে শোনা গেল ফুটবলেরই কথা।মেসির প্রশংসার পাশাপাশি এমবাপের কথাও উল্লেখ করলেন ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। ম্যারাডোনার স্কিলের কথা বলতেও ভোলেননি তিনি।
প্রসঙ্গত, ‘দাদা উই লাভ ইউ’ গানটি লিখেছেন কেতন সেনগুপ্ত এবং সুর দিয়েছেন শিলাদিত্য- সোম। উষা উত্থুপ এর কন্ঠে গানটি শুনে বেশ উপভোগ করেছেন মহারাজ। বলেছেন, ‘আমাকে নিয়ে এত সুন্দর গান শুনে আমি সত্যি অভিভূত’।
উষা উত্থুপের গলায় ‘দাদা উই লাভ ইউ’
Follow Us :