ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। পৃথিবী বিখ্যাত এই ওলন্দাজ চিত্রশিল্পীর ছবিতে সপ্রতিভ রং এবং আবেগময় সততা বিংশ শতাব্দীর চিত্রকলায় সুদূর প্রসারী প্রভাব রেখেছিল। মাত্র এক দশকে তিনি দুই হাজারেরও বেশি চিত্রকর্ম তৈরি করেছিলেন। দীর্ঘ বিষণ্ণতা ও মানসিক অসুস্থতার জন্য তিনি মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেনি। শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম ‘স্টারি নাইট’, ‘ভাস উইথ ফিফটিন সানফ্লাওয়ারস’ সহ বেশ কটি চিত্রকর্ম ধারাবাহিকভাবে চলমান হয়ে ওঠে লন্ডনের অ্যালাইভ এক্সিবিশন এ। সম্প্রতি বিশিষ্ট চিত্রাভিনেত্রী জয়া এহসান সোশ্যাল মিডিয়ায় তারই বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন। কত বছর শেষের দিকে লন্ডনে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। নানান বাহারি আলোর ঝলকানি, স্নিগ্ধ শান্ত যার মুখে যাচ্ছিল সেই আলো। মৃদুস্বরে ভেজে চলেছিল হৃদয়স্পর্শী ক্লাসিক্যাল মিউজিক। নীরব দর্শকরা সকলে আত্মস্থ করছিল ভ্যান গগের শিল্পকর্মকে।মায়াবী সে রাতে ভ্যান গগেই ভেসেছিলেন জয়া। মুগ্ধ হয়ে তা ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেত্রী জয়া। সেই প্রদর্শননির্ভর এখনো কাটেনি তাঁর। তা জানিয়ে অভিনেত্রী লিখেছেন লন্ডনে দিনটা কেমন যেন ভ্যানগগেই মুরে রইল। আলোর বিচ্ছুরণে শিল্পীর সমস্ত জীবন যেন ফুটে উঠল। তাঁত শিল্প, অনটন আর ব্যথার গল্প তাঁর শিল্পকর্মে ধরা পড়েছে আবেগ মাখা রঙে। বিষন্ন আলো যেন মন ভরিয়ে দিয়েছে জয়ার। ইংল্যান্ড ছাড়াও ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এমনকি মার্কিনদেশেও সহ ভ্যান গগের চিত্র কর্ম নিয়ে একাধিক এই ধরনের প্রদর্শনী হয়ে থাকে। তবে জাপানের প্রদর্শনী দেখে অভিনেত্রী অভিভূত হয়েছিলেন।
Html code here! Replace this with any non empty text and that's it.