মুম্বই : গতবছর নভেম্বরের শেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে ভারতের প্রথম হরর ক্রিয়েচার কমেডি ফিল্ম ভেড়িয়া(Bhediya)।ছবিতে ভেড়িয়ার চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান(Varun Dhawan)।নায়িকার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন(Kriti Sanon)।পাশাপাশি দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়,দীপক ডোবরিয়াল(Abhishek Banerjee,Deepak Dobriyal) সহ একঝাঁক বলিতারকাকে।মাত্র ৬০কোটি বাজেটের ভেড়িয়া ব্যবসা করেছিল ৯০ কোটির মতো।বক্সঅফিসে(Box office) বিরাট সাফল্য না পেলেও দর্শকদের মন জয় করেছে ছবির দুর্দান্ত ভিএফএক্স(VFX) এবং মজাদার সংলাপ(Dialouge)। বড়পর্দায় থেকে ভেড়িয়া বিদায় নিয়েছে অনেক আগেই।অবশ্য এখনও কোনও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পায়নি অমর কৌশিক(Amar Kaushik) পরিচালিত এই ছবি।তবে সদ্যই মিলেছে বড় সুখবর।শেষ পর্যন্ত ওটিটিতে দেখা মিলবে ভেড়িয়ার।ওটিটি প্ল্যাটফর্ম(Ott Platform) সূত্রে জানা যাচ্ছে,আগামী ২৬মে শুরু হবে ছবির স্ট্রিমিং।কিছুদিন আগেই জিও স্টুডিয়োসের অনুষ্ঠানে ভেড়িয়া ২(Bhediya 2)-র আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বরুণ ধাওয়ান।
নির্মাতারা জানাচ্ছেন, ভেড়িয়া-র পুরনো টিমকে নিয়েই সিক্যুয়েল ফিল্মের শ্যুটিং করবেন পরিচালক অমর কৌশিক।পাশাপাশি কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু হতে চলেছে স্ত্রী ২ ছবির।সেই ছবিতেও ক্যামিও রোলে অভিনয় কাড়বেন ভেড়িয়া বরুণ ধাওয়ান।২০২৫ সালে মুক্তি পাবে ভেড়িয়া ২।তবে তার এখনও ঢের দেরি।আপাতত ভেড়িয়া-র দিকেই নজর রয়েছে সিনেপ্রেমীদের। কারণ,২৬ মে থেকেই শুরু হতে চলেছে ছবির ওটিটি স্ট্রিমিং।