Thursday, August 14, 2025
Homeবিনোদন ‘ভেড়িয়া’-র বার্তা

 ‘ভেড়িয়া’-র বার্তা

Follow Us :

অমর কৌশিকের আপকামিং ছবি ‘ভেড়িয়া’-তে কাজ করছেন বরুণ ধাওয়ান আর কৃতি। অতিমারীর কালে অরুণাচল প্রদেশে টানা দুমাস শ্যুটিং সেরেছেন বরুণরা। করোনা কালে যে ভাবে গুছিয়ে সব দিক সুরক্ষিত রেখে শ্যুটিং করেছেন অমর কৌশিক তাতে পরিচালক মশাইয়ের প্রশংসা করতেও ভোলেননি কৃতি- বরুণরা।
২০২১-এর ফেব্রয়ারিতে ‘ভেড়িয়া’-র অফিসিয়াল ঘোষণা সেরেছিলেন অমর কৌশিক। তারপর তড়িঘড়ি শ্যুটিং শুরু হয়েছিল। ছবির বিষয়বস্তু সেভাবে সামনে আসেনি। এবার জানা যাচ্ছে বন সংরক্ষণের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির গল্প। তবে পরিচালকের নাম যেহেতু অমর কৌশিক তাই সাদামাঠা গল্প নয়। অমর কৌশিকের ইউএসপি হিউমারকে মাথায় রেখেই এগোবে ‘ভেড়িয়া’-র গল্প।

আরও পড়ুন :  মেমোরিজ্ অফ ‘আজনবি’


প্রথম দফায় মার্চ- এপ্রিল মাস জুড়ে কোভিড ফ্রি অরুণাচলের ছোট্ট এক গ্রামে ছবির শ্যুটিং করেছিলেন বরুণ- কৃতিরা। অল্প কিছু কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে ছবির শ্যুটিং রীতিমতো উপভোগ করেছিলেন তাঁরা। বিশেষ করে অমর কৌশকের মতো মানুষের গাইডেন্সে কাজ করা তাঁদের কাছে যে বাড়তি পাওনা ছিল তাও বারেবারেই শেয়ার করেছিলেন বরুণ বা কৃতি। অরুণাচলেই ছবির একটা বড় অংশের শ্যুটিং সেরেছিলেন পরিচালক। অল্প কিছুর অংশের শ্যুটিং জুন মাসে মুম্বইয়ে সেরে ফেলেছে টিম ‘ভেড়িয়া’। আপাতত ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
‘ভেড়িয়া’র গল্পে ‘স্ত্রী ২’ -এর গল্পের রেশ থাকছে বলেও খবর। দানেশ- ভিজনের ‘স্ত্রী’ -এর পরের পার্ট ‘স্ত্রী – ২’-এ এবং ভেড়িয়ার স্টোরি লাইন যে এক তা স্বীকার করেছেন দানেশ- ভিজন। সূত্রের খবর ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’ এবং ‘ভেড়িয়া’- র পাশাপাশি ‘স্ত্রী’- এর প্রিকুয়ালের কাজও চালাচ্ছে দানেশ- ভিজন- অমর কৌশিক ট্রায়ো।

আরও পড়ুন : এনগেজমেন্টের গুজব, ক্ষিপ্ত সানি!

 

RELATED ARTICLES

Most Popular