বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ। সূত্রের খবর অনুযায়ী আজ সোমবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অজ্ঞাত নামা, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি কৌশল। মুম্বই পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, বলিউড দম্পতি ভিকি-ক্যাটরিনা এই মুহূর্তে মলদ্বীপে বেড়াতে গেছেন। অতি সম্প্রতি ক্যাটরিনার জন্মদিন পালিত হয়েছে সেখানেই। এই তারকা দম্পতির সঙ্গে তাঁদের বন্ধু-বান্ধবরাও রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে তারকা দম্পতির কাছে হুমকি বার্তা আসে। যদিও হুমকিতে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশকে ভিকি জানিয়েছেন ইনস্টাগ্রামে এক ব্যক্তি তাঁদের ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন তিনি। ভিকির কথা অনুযায়ী স্ত্রী ক্যাটরিনাকেও এমনই মেসেজ পাঠানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাঁকে অনুসরণ করা হচ্ছে। এর আগে সলমন খান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি এসেছে। যেখানে লেখা হয়েছিল, ‘গায়ক সিধু মুসে ওয়ালার মত পরিণতি হবে তোমাদের।’ এ ব্যাপারে সলমন খান আত্মরক্ষার তাগিদে মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনারের কাছে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.