গতকাল অর্থাৎ ২৫ অগস্ট মুক্তি পেয়েছে বিজয় দেবররকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘লাইগার’। এই ছবির মাধ্যমে বিজয়ের বলিউড অভিষেক হল। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। তবে শোনা যাচ্ছে বক্স অফিসে তেমন আশানুরূপ সাড়া ফেলতে পারেনি ছবিটি। ছবি মুক্তির আগে অবশ্য সারা ভারতে প্রচারের কাজে ব্যস্ত ছিল অভিনেতারা সহ পুরো টিম। স্পোর্টস অ্যাকশন ঘরানার এই ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। এই ছবি সারা বিশ্বে প্রথম দিনে ২৪.৫ কোটি টাকা আয় করেছে। যা একেবারেই আশানুরূপ নয়। ছবিটির হিন্দি সংস্করণ আয় করেছে মোট ৫ কোটি টাকা। যা সত্যি সত্যি প্রত্যাশার তুলনায় অনেক কম। এছাড়া তেলেগু ভাষায় ছবিটি প্রথম দিন আয় করেছে মাত্র ১৫ কোটি টাকা। ছবিটি তামিল কান্ডার মালালাম ভাষায় ডাবিং করা হয়েছে। প্রসঙ্গত, ছবিটির টিজার এবং ট্রেলার দর্শকদের মধ্যে ভীষণভাবে সাড়া ফেলেছিল। একের পর এক বড় বাজেটের বলিউড ছবি বক্স অফিসে এর আগে মুখ থুবড়ে পড়েছে। বিশেষকরা এই ছবি ঘিরে বেশ কিছুটা আশার আলো দেখেছিলেন। একটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তির জন্য নাকি লাইকার ছবিকে প্রস্তাব দেওয়া হয়েছিল ২০০ কোটি টাকার। ছবি মুক্তির আগে সেই খবর উল্লেখ করে বিজয় ক্যাপশনে লিখেছিলেন, ‘এটি খুবই অল্প, আমি প্রেক্ষাগৃহ থেকে এর চেয়ে অনেক বেশি আয় করবো’। কিন্তু প্রথম দিনের বক্স অফিস চিত্র দেখে এই ছবির ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই সন্দিহান।
Html code here! Replace this with any non empty text and that's it.