ওয়েব ডেস্ক: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের(Director Ayan Mukherjee) এই অ্যাকশন-প্যাকড থ্রিলারটির(Action Packed Thriller) ২ মিনিট ৩৫ সেকেন্ডের ঝলক অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে, যেখানে বলিউড সুপারস্টার হৃতিক রোশন(Hrithik Roshan) এবং টলিউডের পাওয়ারহাউস জুনিয়র এনটিআর-এর মুখোমুখি লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২'(War 2)-এর ট্রেলার(Trailer) মুক্তির সাথে সাথেই দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।
আরও পড়ুন:
ট্রেলারের অন্দরে: শপথ, দ্বন্দ্ব আর অ্যাকশন
ট্রেলারটি শুরু হয়েছে ভারতীয় সৈনিক ও গুপ্তচরদের দেশপ্রেমের শপথ দিয়ে। হৃতিক রোশনকে ‘কবির’ চরিত্রে এক নেকড়ের সঙ্গে স্টাইলিশ এন্ট্রি নিতে দেখা যায়, যেখানে তিনি বলছেন, “আমি শপথ করছি যে, আমি আমার নাম, আমার পরিচয়, আমার বাড়ি এবং পরিবার ত্যাগ করব এবং একটি অজ্ঞাত, নামহীন, অজানা ছায়া হয়ে থাকব।” এরপরই এন্ট্রি হয় জুনিয়র এনটিআর-এর, যিনি একইরকমভাবে শপথ নেন: “আমি শপথ করছি, আমি এমন সব কিছু করব যা অন্য কেউ করতে পারবে না। আমি এমন যুদ্ধ করব যা অন্য কেউ করতে পারবে না।”
উভয়ের কাছেই দেশ সর্বাগ্রে, কিন্তু ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে এক অজানা কারণে তাঁরা একে অপরের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছেন। তাদের এই তীব্র সংঘর্ষই হতে চলেছে ছবির মূল আকর্ষণ।
কিয়ারার নতুন অবতার এবং ভরপুর অ্যাকশন
এই ছবিতে প্রথমবারের মতো অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণী(Kiara Advani)কে। ট্রেলারে হৃতিক-কিয়ারার রোম্যান্টিক মুহূর্ত যেমন নজর কেড়েছে, তেমনই কিয়ারাকে একজন ভারতীয় সেনার চরিত্রে হৃতিকের সঙ্গে লড়াই করতে দেখাও দর্শকদের চমকে দিয়েছে। এই ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা। তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি নাকি ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। অবশেষে ছবি মুক্তির আগে ২৫ জুলাই মুক্তি পেল ছবির ট্রেলার।
পুরো ট্রেলারটিই অ্যাকশনে ঠাসা। হৃতিক এবং জুনিয়র এনটিআর-এর একাধিক মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দর্শকদের রুদ্ধশ্বাস করে তুলেছে। কখনও হৃতিককে অস্ত্র হাতে শত্রুদের প্রতিহত করতে দেখা যাচ্ছে, কখনও বা যুদ্ধবিধ্বস্ত রক্তাক্ত চেহারায় ধরা দিয়েছেন তিনি। জুনিয়র এনটিআর-ও সমান তালে অ্যাকশন প্যাকড অবতারে আবির্ভূত হয়েছেন। স্পষ্টতই, এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন থ্রিলার হতে চলেছে।
এছাড়াও, আশুতোষ রানাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে, যেখানে কবিরের হ্যান্ডলার হিসেবে তাঁর প্রতি বিরক্তি এবং এমনকি মুখে থুতু ফেলার মতো একটি দৃশ্যও ট্রেলারের রহস্য বাড়িয়েছে।
মুক্তির তারিখ: স্বাধীনতা দিবসের প্রাক্কালে
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল। ‘ওয়ার’-এ হৃতিক রোশনের সঙ্গে টাইগার শ্রফকে দেখা গিয়েছিল। এবার হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর এই মহাযুদ্ধ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই আগস্ট, স্বাধীনতা দিবসের একদিন আগে। এই ছবি বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে, এখন সেটাই দেখার বিষয়!