skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদন‘বালা’-র দু বছর পূর্তি, উচ্ছ্বসিত আয়ুষ্মান

‘বালা’-র দু বছর পূর্তি, উচ্ছ্বসিত আয়ুষ্মান

Follow Us :

দু বছর আগে মুক্তি পেয়েছিল অমর কৌশিকের ‘বালা’। ছবিতে ভূমি পেড়নেকর আর ইয়ামি গৌতমের সঙ্গে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকেও। বক্সঅফিসে ১০০কোটি ছুঁয়ে ফেলেছিল ‘বালা’র ব্যবসা। দর্শকের মনে দাগ কেটে গিয়েছিল ছবির সামাজিক বার্তা। ‘বালা’-র মুক্তির দুবছর পূর্তিতে ফের একবার ছবির প্রাসঙ্গিকতা এবং সাফল্য নিয়ে কথা বললেন আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মানের মতে ‘বালা’-র সাফল্যের নেপথ্যে রয়েছে ছকভাঙার বার্তা। সাধারণত স্টাইল বলতে আমরা যা বুঝি সেই হিসাবটাই বদলে দিয়েছিল ‘বালা’।ছবিতে শামলা বর্ণের এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল ভূমিকে। ভারতীয় সমাজে গায়ের রং কালো এবং বিশেষত সে  মেয়ে হলে সব সময়ে তাকে নিয়ে সমালোচনা চলে। কথায় কথায় উঠে আসে তাঁর গাত্রবর্ণের কথা। ভূমির চরিত্রটি কিন্তু গোটা ছবিটাতেই ছিল সুপার কনফিডেন্ট। নিজের কনফিডেন্স সে ছড়িয়ে দিয়েছিল আয়ুষ্মান অভিনীত চরিত্রটির মধ্যে। স্টাইল এবং ফ্যাশন নিয়ে ‘বালা’-র এই গল্প বলার ধরণ ভাল লেগেছিল দর্শকের।

আয়ুষ্মান মনে করেন ‘বালা’-র আর একটি ইউএসপি ছিল কমিক রোলে ইয়ামি গৌতম। ছবির পর্দায় সাধারণত অভিনেতাদেরই কমিক রোলে দেখা যায়। সেখানে ইয়ামির কমিক অভিনয় নিঃসন্দেহে ছবিকে অন্যমাত্রা দিয়েছিল।

সমাজের চিরাচরিত রীতিকে প্রশ্নের মুখে ফেলেছিল অমর কৌশিকের ‘বালা’। আর তাতেই এসেছিল সাফল্য।

 

RELATED ARTICLES

Most Popular