দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতে কাজ করবেন বলিউড স্টার শাহরুখ খান. এমনটা শোনা যাচ্ছে অনেকদিনই। এবার জানা গেল অ্যাটলির নতুন প্রোজেক্টে শাহরুখের বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী নয়নতারাকে। শাহরুখ এবং নয়নতারাকে ছবির কাস্টিং-এ ফাইনাল করার পরই প্রি প্রোডাকশনের কাজে হাত দেবেন অ্যাটলি। আসলে নতুন প্রোজেক্টের ধার আর ভার বাড়াতে শাহরুখের বিপরীতে পরিচালকের এমন একজনকে দরকার যিনি কিং খানের সঙ্গে পাল্লা দিতে পারবেন। সেই হিসেবেই নয়নতারাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন অ্যাটলি। শেষ পর্যন্ত যদি শাহরুখের বিপরীতে নয়নতারা কাজ করেন তবে তা কিন্তু বেশ আকর্ষক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।. আসলে বলিউডে শাহরুখ খানের ক্রেজের মতো না হলেও, দক্ষিণে নয়নতারার ক্রেজ কিছু কম না। শাহরুখ- নয়নতারা জুটি বাঁধলে তা অন্যরকম হবেই। ছবিও যে শক্তিশালী হবে তা অস্বীকারের উপায় নেই। আপাতত শাহরুখ ব্যস্ত পাঠান নিয়ে , ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে তাঁকে। নয়নতারাও রজনীকান্তের সঙ্গে তাঁর আপকামিং ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত।
Html code here! Replace this with any non empty text and that's it.