ওয়েব ডেস্ক:‘আশিকি ২'(Aashiqui 2) ছবির অসাধারণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছবির তৃতীয় পর্ব ‘আশিকি ৩'((Aashiqui 3))এর জন্য। কিন্তু পরিচালক মুহিত সুরি(Mohit Suri) সে পথে না হেঁটে বেছে নিলেন ‘সাইয়ারা'(Saiyaara) ছবিকে। যথেষ্ট সাহসী পদক্ষেপ। একেবারে নতুন জুটিকে নিয়ে এভাবে ছবি সুপার ডুপার হিট করানো অবশ্যই পরিচালকের কৃতিত্ব অনেকটাই।
আরও পড়ুন: আবির-প্রিয়াঙ্কার নতুন ছবির লুক প্রকাশ্যে
কেন মোহিত ‘আশিকি ৩'(Aashiqui 3) থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন। নতুন মুখ অহান পান্ডে(Ahaan Panday) এবং অনীত পাড্ডা(Aneet Padda)র রোমান্টিক মিউজিক্যাল ড্রামা(Romantic Musical Drama) এই ছবি তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে যথেষ্ট ভালো ফল করছে। ‘সাইয়ারা’ অজয় দেবগনের মত সুপারস্টারের ছবি ‘সন অফ সর্দার ২'(Superstar Ajay Devgan’s ‘Son of Sardar’)এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে।
প্রসঙ্গত, ছবিটি ২১৮ কোটি টাকা ব্যবসা করেছে তৃতীয় মঙ্গলবার। ছবিটি ১৮ই জুলাই মুক্তি পেয়েছিল। ছবির গল্প ও গানগুলি দর্শকদের যথেষ্ট আলোড়িত করেছে। বলিউডের নাম জাদা অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করেছেন। সিদ্ধান্ত চতুর্বেদী(Siddhant Chaturvedi)ও তৃপ্তি দিম্রি(Tripti Dimri) অভিনীত ‘ধড়ক ২'(Dharak 2) ছবিটি সমালোচকদের যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। বলিউডের এই যুগলও ‘সাইয়ারা’ ছবির প্রশংসা করেছেন। ছবিটি মঙ্গলবার ১.৩৬ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ৫ দিনে মোট আয় করেছে ১৫.০৯ কোটি টাকা। যা সুপারহিট ‘সাইয়ারা’ ছবির সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না।
পরিচালকের মতে, ‘আশিকি ৩’-এর প্রযোজকরা খুব তাড়াহুড়ো করছিলেন। মোহিত বলেন, “আমি হুটহাট করে ছবি তৈরির সিদ্ধান্ত নিই না। চিত্রনাট্য চূড়ান্ত না হলে আমি কখনওই কোনো ছবি করতে রাজি হই না। কিন্তু ওরা তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইছিল।”
মোহিত আরও জানান, একটি সিক্যুয়েল তৈরি করার চাপ তার কাছে এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। ‘আশিকি ২’-এর সাফল্যের পর তিনি চাইছিলেন না সেই উচ্চতাকে ছাপিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত চাপ নিতে। “যখন কোনো সিক্যুয়েল বা বড় স্টারকাস্টের চাপ থাকে না, তখন আমি শুধু একটা ভালো ছবি বানানোর কথা ভাবি,” তিনি বলেন।
‘সইয়ারা’ ছবির চমকপ্রদ সাফল্য এবং নতুন কৌশল
অন্যদিকে, ‘সইয়ারা’ ছিল মোহিতের কাছে স্বস্তির এক জায়গা। সেখানে কোনো সিক্যুয়েল বা স্টারকাস্টের চাপ ছিল না। ছবিটি মুক্তির পর মোহিত যে কৌশল নিয়েছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ছবির প্রচারের জন্য কোনো রিলস, ইন্টারভিউ, বা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত প্রচারের আশ্রয় নেওয়া হয়নি। নায়ক অহন পাণ্ডে এবং নায়িকা অনীত পড়্দা ছিলেন একেবারেই নিস্ক্রিয়। আর এই ‘লো-কি’ কৌশলই ‘সইয়ারা’-কে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য।
‘সইয়ারা’ ছবির গল্প মূলত এক উচ্চাকাঙ্ক্ষী গায়ক কৃষ কাপুর (অহন পাণ্ডে) এবং সাংবাদিক হতে চাওয়া ভানীকে (অনীত পড়্দা) নিয়ে। ১৮ই জুন মুক্তিপ্রাপ্ত ছবিটি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। এই সাফল্য আবারও প্রমাণ করে দিল যে, ভালো গল্পের সামনে প্রচারের চাকচিক্য অনেক সময় নিষ্প্রভ হয়ে যায়।