skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদন‘ট্রিপল আর’-‘গঙ্গুবাঈ’ মহাযুদ্ধ

‘ট্রিপল আর’-‘গঙ্গুবাঈ’ মহাযুদ্ধ

Follow Us :

জানুয়ারির প্রথম সপ্তাহেই হতে চলেছে বক্সঅফিসের মহাযুদ্ধ,কারণ একই সপ্তাহে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’।৬ জানুয়ারি মুক্তি পাবে ‘গঙ্গুবাঈ…’ এবং ঠিক তার পরের দিন ৭জানুয়ারি আসছে ‘ট্রিপল আর।‘একই সপ্তাহে ছবি মুক্তি নিয়ে নিজেদের মতামত জানালেন দুই ছবির পরিচালক।এসএলবির ছবির দারুণ ফ্যান ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি।তিনি সাফ জানাচ্ছেন,বক্সঅফিসের এই করুণ পরিস্থিতিতে এক সপ্তাহে দুটি বিগবাজেট ছবির মুক্তি নিজের পায়ে কুড়ুল মারারই সমান’’।তবে ট্রিপল আর নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী রাজামৌলি।

এর আগেও একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে।ভালো ছবি সমসময় দর্শক গ্রহন করবে বলেই মনে করেন ‘ট্রিপল আর’-এর পরিচালক। বক্সঅফিসের লড়াই নিয়ে সঞ্জয় লীলা বানশালি বলছেন,তিনি অন্য ছবি মুক্তির দিন ঘোষণার অনেক আগেই ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’-র মুক্তির খবর জানিয়েছিলেন।তাই এই বিষয়ে তার কোন ভুলই নেই।অন্য ছবি বলে পরিচালক যে প্রকারান্তারে ‘ট্রিপল আর’ এবং ছবির নির্মাতাদেরই ইঙ্গিত করলেন তা বলাই বাহুল্য।

RELATED ARTICLES

Most Popular