সম্পূর্ণ সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের,অসুস্থ শিল্পীর এমনটাই হেলথ আপডেট দিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি।করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছিলেন তিনি।বর্ষীয়ান সংগীত শিল্পীর শারীরিক অবস্থা দেখে আইসিইউতে চিকিৎসাধীন রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকদের দল। রবিবার জানা গিয়েছিল,লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক।সদ্যই খবর মিলেছে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।তবে যেহুতু শিল্পীর বয়স অনেকটাই বেশি,তাই সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে।তবে লতা মঙ্গেশকরকে আইসিইউতেই রাখতে চান চিকিৎসকরা।
Html code here! Replace this with any non empty text and that's it.