চিত্রনাট্যকার জয়দীপ সাহানিকে নতুন দায়িত্ব দিলেন আদিত্য চোপড়া।চক দে ইন্ডিয়া, রকেট সিং থেকে বান্টি অউর বাবলি কিংবা শুদ্ধ দেশি রোম্যান্স।যশ রাজ ফিল্মসের বহু ব্লকবাস্টার হিট ছবির চিত্রনাট্য জয়দীপ সাহানিই লিখেছেন।এবার যশ রাজ ফিল্মসের ওটিটি বিভাগের এক্সক্লুসিভ ক্রিয়েটরের দায়িত্ব পেলেন তিনি।কয়েকমাস আগেই জানা গিয়েছে।আগামী দিনে সিনে বিনোদনের বড়পর্দার পাশাপাশি ওটিটিতেও আলাদা নজর রাখছেন আদিত্য চোপড়া।খুব শীঘ্রই দুর্দান্ত কিছু ওরিজিনাল ফিল্ম ও সিরিজ নিয়ে তোলপাড় ফেলতে আসছে যশ রাজ ফিল্মস।প্রযোজক আদিত্য চোপড়া এমন কিছু ওয়েব সিরিজের পরিকল্পনা করেছেন যা আগে কখনও দেখা যায়নি।শোনা যাচ্ছে সিরিজ গুলির স্রস্টার ভূমিকায় থাকবেন জয়দীপই।যশ রাজ ফিল্মসের প্রযোজনায় বহু ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি আদিত্য চোপড়ার বিশেষ পরামর্শদাতার ভূমিকাও পালন করেন তিনি।তাই ওটিটিতে কেল্লাফতে করতে জয়দীপের কলমের উপরই ভরসা রাখছেন যশ রাজ ফিল্মসের কর্ণধার।
Html code here! Replace this with any non empty text and that's it.