মুম্বই : যশ রাজ ফিল্মসের(Yash Raj Films) ব্যান্ড বাজা বারাত(Band Baja Baraat) ছবিতে অভিনয় করেই বলিউডে পা রেখেছিলেন রণভীর সিং(Ranveer Singh)।অভিনেতা হিসেবে আদিত্য চোপড়ার(Aditya Chopra) তিনি বিশেষ পছন্দেরও। অথচ,রণভীরকে নিয়েই আর ছবি করতে চাইছেন না প্রযোজক। ৮৩, জয়েশভাই জোরদার এবং সার্কাস(83,Jayeshbhai Jordaar,Cirkus), রণভীরের শেষ তিনটে ছবি মোটেও ভাল ব্যবসা করেনি বক্সঅফিসে।সেই কারণেই আপাতত রণভীরকে কোনও ছবি করতে চাইছেন না আদিত্য চোপড়া। পাঠান(Pathaan)-এর সাফল্যের পর এই মুহূর্তে স্পাই ইউনিভার্সের(YRF Spy Universe) একের পর এক ছবি নিয়ে ব্যস্ততা তুঙ্গে যশ রাজ ফিল্মসের অন্দরমহলে।কারণ,দিওয়ালিতে মুক্তি পাবে টাইগার ৩(Tiger 3)।তারপরই ফ্লোরে আসবে একের পর এক স্পাই থ্রিলার ফিল্ম।সেই তালিকায় রয়েছে ওয়ার ২ এবং পাঠান ভার্সেস টাইগার(War 2 & Pathaan Vs Tiger)।
তবে এরই মাঝে রণভীরকে নিয়ে একটি রোম্যান্টিক ছবি নিয়েও প্ল্যান করেছিলেন আদিত্য।কিন্তু এখন রণভীরের যা স্টারভ্যালু,তাতে সেই ছবি নিয়ে এখনই কোনও পরিকল্পনা করতে নারাজ নির্মাতা।আগামী বেশ কয়েকবছর যশ রাজ ফিল্মসের কোনও ছবিতেই দেখা যাবে না রূপোলি পর্দার আলাউদ্দিন খিলজিকে।