ওয়েব ডেস্ক: ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২'(Zindagi Na Milegi Dobara2) নিয়ে দর্শকদের মধ্যে ক্রমশই উৎসাহ বাড়ছে। বন্ধুত্ব সেইসঙ্গে ভয় এবং মুক্তির খোঁজে ২০২১ সালে জোয়া আখতার(Zoya Akhtar) পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা'(Zindagi Na Milegi Dobara) ছবিটি মুক্তি পেয়েছিল। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। দর্শকদের অনেকেরই ধারণা এমন কমেডি-ড্রামা(Comedy-Drama) খুব কমই তৈরি হয়েছে। বন্ধুত্বের প্রতীক হিসেবে দর্শক মনে রয়ে গিয়েছে ছবি। এই ছবির সিক্যুয়াল নিয়ে উত্তেজনার পারদ চললেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। তবে সম্প্রতি ছবি র অন্যতম নায়ক হৃতিক রোশন একটি ইঙ্গিত দিয়েছেন যা তার ভক্তদের ভাবনায় নতুন করে রংয়ের প্রলেপ লাগিয়েছে। তার কথায় হয়তো আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন,ফারহান আখতার এবং অভয় দেওল(Hrithik Roshan, Farhan Akhtar and Abhay Deol)।
প্রসঙ্গত,বন্ধুর বিয়ের আগে স্পেনে ব্যাচেলার ট্রিপ, তবে এই জার্নি আসলে ছিল ইমরান,কবীর আর অর্জুনের(ছবির তিনটি প্রধান চরিত্রের নাম) জীবনের এক নতুন মোড়। নিজেদের নতুন করে চেনার পাশাপাশি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই ছবি বলিউড বক্স অফিসে সুপারহিট। পেয়েছে দু’টি জাতীয় পুরস্কারও। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে নিখাদ এন্টারটেনমেন্ট।
আরও পড়ুন:কপিল শর্মার আগামী ছবিতে বাঙালি নায়িকা! কে!
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে হৃতিক বলেছেন, ‘আমার মন বলছে জিন্দেগি না মিলেগি দোবারা ২’ হবেই; কবে তা জানিনা! কিন্তু হবেই’!
ছবিতে ক্যাটরিনা কাইফ এবং কালকি কোয়েচলিনের চরিত্র ছিল বেশ আবেগপ্রবণ। ফারহান আগেই বলেছিলেন, “জিন্দেগি না মিলেগি দোবারা ২ আমরা সবাই চাই, তবে এই ছবি জোয়ার ব্রেনচাইল্ড—সবকিছু ওর উপর নির্ভর করছে।”
অনেকেই বলছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র আদলে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়াকে নিয়ে ফারানের ‘জি লে যারা’ এখনো বাস্তবায়িত হয়নি। তাতে কি! জোয়া আখতারের নিয়ে আশায় বুক বাঁধছে তার ভক্তরা।