শীতকালে অনেকেরই ঠোঁট ফাটে। এক বেলা ময়েশ্চারাইজার না মাখলে চামড়া শুকিয়ে যায়। ঠোঁটের চারপাশ টান ধরে। লিপবাম না লাগিয়ে এক মুহূর্ত থাকা যায় না। আর ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তখন ফাটতে শুরু করে। ঠোঁটের স্বাভাবিক রং যখন হারিয়ে যায়, আরও মন খারাপ হয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধূমপানের বদঅভ্যাস ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। এই ক্ষেত্রে লিপ স্ক্রাব কিন্তু খুবই উপকারী হতে পারে, যা ঠোঁটের মৃত কোষকে সরিয়ে পুনরায় গোলাপি করে তুলবে। তবে দোকানের কেনা লিপ স্ক্রাব নয়, বাড়িতে বানিয়ে নিন এই উপকারী প্রসাধন।
এক চামচ চিনির সঙ্গে মধু বা নারকেল তেল মিশিয়ে নিন ভালো করে। তবে সেটাকে ঠোঁটে ভালো করে ঘষুন। ২ থেকে ৩ মিনিট পরে ঠোঁট ভালো করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ যেমন দূর হবে তেমনই নরম থাকবে। দুধে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে সেটাকে বেটে নিন। তারপর ঠোঁটে সেটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
আরও পড়ুন, রোজ ডিওড্রেন্ট ব্যবহার, মারাত্মক ক্ষতি
শীতকালে ঠোঁটের যত্নে কাজে লাগান বিটরুটকে। বিট দিয়ে বানাতে পারেন লিপ স্ক্রাব ও লিপ বাম। বিট ঠোঁটকে এক্সফোলিয়েট করে আর্দ্রতা ফেরাবে এবং ঠোঁটের প্রাকৃতিক রং ফিরিয়ে আনবে। বিট বেটে রস বের করে নিন। ১ চামচ চিনির সঙ্গে ১ চামচ বিটের রস ও নারকেল তেল মিশিয়ে নিন। এতে একটা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাসও মিশিয়ে নিতে পারেন। বিটরুটের স্ক্রাব নিয়ে ঠোঁটের উপর ঘষুন। এতে ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ঠোঁটের কালচে ভাবও কেটে যাবে।
এরপর ঠোঁটে লাগান বিটের লিপবাম। ১ চামচ করে বিসওয়াক্স, নারকেল তেল, আমন্ড অয়েল নিন এবং ডবল বয়েলিং পদ্ধতিতে এগুলো গলিয়ে নিন। এবার এই মিশ্রণে ১ চামচ বিটের রস, ১ থেকে ২ ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ফেটিয়ে ছোট কৌটোতে ভরে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে বিটের লিপবাম। বিটের মধ্যে থাকা প্রাকৃতিক লাল রং ঠোঁটের কালচে ভাব দূর করে এবং প্রাকৃতিক গোলাপি আভা ফিরিয়ে আনবে। পাশাপাশি এই লিপবাম ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখবে।
আরও অন্য খবর দেখুন