Sunday, August 17, 2025
Homeআন্তর্জাতিকSCO Summit 2022: বিশ্বে বৃহৎ শক্তিজোট গড়ে তুলতে সহমত চীন-রাশিয়া, কড়া বার্তা...

SCO Summit 2022: বিশ্বে বৃহৎ শক্তিজোট গড়ে তুলতে সহমত চীন-রাশিয়া, কড়া বার্তা আমেরিকাকে

Follow Us :

আমেরিকা ও পশ্চিমী দুনিয়াকে কড়া বার্তা চীন-রাশিয়ার। বিশ্বে বৃহৎ শক্তিজোট গড়ে তুলতে রাশিয়াকে সঙ্গী হিসেবে পেতে চায় চীন। ক্রেমলিনের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতাধর শক্তি হিসেবে ভূমিকা নিতে আগ্রহী বেজিং। সাবেক সোভিয়েতের উজবেকিস্তানের সমরখন্দে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২২-তম সম্মেলনে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কথাই জানালেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।

বৃহস্পতিবার রাতে উজবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে এক নৈশভোজসভার আয়োজন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই সমরখন্দে পৌঁছে গেলেও ওই অনুষ্ঠানে যোগ দেননি। অনুষ্ঠানের ফাঁকেই পুতিনের সঙ্গে গোলটেবিল বৈঠক সেরে ফেলেন জিনপিং।

আরও পড়ুন: BJP Nabanna Abhiyan: চুল, গোঁফ কেটে আত্মগোপন, নবান্ন অভিযানের হাঙ্গামায় গ্রেফতার আরও ৩

কোভিডকালের ২ বছর পর এসসিও সম্মেলন ফের বসছে। আজ, শুক্রবার আনুষ্ঠানিক সম্মেলন শুরু হবে। তার আগেই রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলেন জিনপিং। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতা মুখোমুখি বসলেন। বিশেষত যুদ্ধের কারণে আমেরিকার ডাকে পশ্চিমী দেশগুলি কার্যত একঘরে করেছে রাশিয়াকে। সেই প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সূত্রে জানা গিয়েছে, দুই নেতাই ইউরোপীয় বা মার্কিন দাদাগিরি প্রতিরোধে কৌশলগত জোট গঠনে একমত হয়েছেন।

বিশাল দুটি গোলটেবিলের দুই প্রান্তে জিনপিং এবং পুতিন ছাড়াও তাঁদের সহকারী ও সরকারি কর্তাব্যক্তিরা বৈঠকে উপস্থিত ছিলেন। কোভিডের পর জিনপিংয়ের এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে, পুতিনের কাছেও মার্কিন ও ইউরোপীয় দেশগুলিকে এক বিশেষ বার্তা দিল এই বৈঠক। কারণ, ইউক্রেনের পাশে দাঁড়াতে গিয়ে অনেক শক্তিধর দেশই রাশিয়াকে একঘরে করেছে। এই পরিস্থিতিতে বেজিংয়ের কমিউনিস্ট পার্টি যে তাঁর সঙ্গে আছে, এই সংকেত সুদূরপ্রসারী বলে মনে করছেন অনেকে।

আলোচনায় জিনপিং রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, বিশ্বে বৃহৎ শক্তি হিসেবে অধিকার কায়েম করতে চীন রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী। সামাজিক অস্থিরতার যে বাতাবরণ তৈরি হয়েছে বিশ্বে, সেখানে স্থায়িত্ব ও ইতিবাচক ভূমিকা নিয়ে নেতৃত্ব দিতে আগ্রহী তারা।

উল্লেখ করা যেতে পারে, আজ শুক্রবার চীনা প্রেসিডেন্ট জিনপিং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও মুখোমুখি আলোচনায় বসবেন। এই প্রথম দু দেশের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি বৈঠক হবে। এই বৈঠকটিও গুরুত্বপূর্ণ এই কারণে যে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইরানের পরমাণু কর্মসূচির সামনে হুঁশিয়ারি দেওয়াল তুলে রেখেছে। সে কারণে চীনের সমর্থন পেলে তেলের সাম্রাজ্য তেহরান তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23