ওয়েব ডেস্ক: অবিশ্বাস্য পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়া আমেরিকা ও ইজরায়েলের মিত্রদেশ। তবুও ১৮০ ডিগ্রি ঘুরে মিত্রদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। প্যালেস্টাইনের পক্ষ নিল অস্ট্রেলিয়া। আচমকা কেমন পক্ষ বদল। নেপথ্যে ইরানের ভয়?
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে সফল প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ লাভের পক্ষে ভোট দিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই সিদ্ধান্ত গ্রহণের কারণ কী? অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে কি নতুন পথের সন্ধান দেবে? দীর্ঘদিন বিপক্ষে থাকার পর, এই প্রথম কেনই না প্যালেস্টাইনের স্বপক্ষে ভোট দিল অস্ট্রেলিয়া? এ নিয়ে জোর জলঘোলা আন্তর্জাতিক রাজনীতিতে।
আরও পড়ুন: তেল আভিবে ইজরায়েলি সেনা সদরদপ্তরে ড্রোন হামলা
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তারা প্যালেস্টাইনের স্থায়ী সার্বভৌমতত্বের পক্ষে ভোট দিয়েছে। কারণ এতে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন ঘটছে। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব প্যালেস্টাইনের অধিকার বিশেষত তাদের ভূমি ও সম্পদ ব্যবহারের অধিকার বিষয়ে ইজরায়েলের সরাসরি সমালোচনা করছে।
গাজায় ইজরায়লের গণহত্যা, অস্ট্রেলিয়াকে এহেন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। যদিও অস্ট্রেলিয়ান ইজরায়েলপন্থী লবি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। বড় এই পদক্ষেপ গ্রহণের পর আন্তর্জাতিক মহলে অস্ট্রেলিয়ার অবস্থান কি জানতে উদগ্রীব সাধারণ মানুষ।
দেখুন আরও খবর: