ঢাকা: মাঝনদীতে বিপত্তি। বাংলাদেশে যাত্রিবাহী লঞ্চে (Bangladesh Launch Fire) আগুন লেগে মৃত্যু হল ৩৭ জনের। ‘এমভি-১০ অভিযান’ নামে একটি লঞ্চ হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ সুগন্ধী নদীতে যাওয়ার সময় ঝালকাঠিতে আগুন লাগে লঞ্চে। প্রাণ বাঁচাতে অনেকে সাঁতার না জানলেও নদীতে ঝাঁপ দেন। অনেকে জীবন্ত দগ্ধ (Bangladesh Launch Fire) হয়ে যান। অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝালকাঠি লঞ্চঘাট থেকে দেড় কিলোমিটার দূরে আগুন লাগে। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় নদীর তীরে লঞ্চটি নোঙর করা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলছিল লঞ্চটিতে। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভুইয়া জানান, দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। প্রাথমিক অনুমান, লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লাগে।পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। আহত যাত্রীদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লঞ্চের যাত্রী আব্দুর রহিম জানান, রাত সাড়ে ৩টে নাগাদ ডেক থেকে হঠাৎ বিকট শব্দ পান। তারপর লঞ্চের পেছন দিক থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেন। অল্প সময়ের মধ্যে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে তিনি ডেক থেকে নদীতে লাফিয়ে পড়েন। দিয়াকুল গ্রামের বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। সকালে ট্রলারে করে ঝালকাঠি শহরে যান তিনি। দিয়াকুল গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, নদী থেকে বেশ কয়েকজনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: weather update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে উধাও উত্তরে হাওয়া, আরও বাড়বে তাপমাত্রা