ওয়েবডেস্ক- ইন্দোনেশিয়ায় (Indonesian Ferry Incident ) ভয়াবহ দুর্ঘটনা। নৌকায় আগুন। ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকাটিতে ২৮০ জন যাত্রী ছিলেন। ১৫০ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ১৩০ জন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল রয়েছে, সেখানে যাত্রীদের আতঙ্কে সমুদ্রের ঝাঁপ দিতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রীরা লাইফ রিং এবং উজ্জ্বল কমলা রঙের লাইফ জ্যাকেট পরে জাহাজ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
একজন জীবিত ব্যক্তি নৌকা থেকে লাফ দেওয়ার পর একটি শিশুর সাথে আঁকড়ে থাকার ভিডিওও করেছেন। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের (Indonesia’s North Sulawesi province) মানাডো সাগরে (Manado) যাত্রা করার সময় কেএম বার্সেলোনা ৫ (KM Barcelona 5) নামের জাহাজটিতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা নৌকাটিকে গ্রাস করেছে।
আরও পড়ুন- বড় ভূমিকম্প, রাশিয়ায় সুনামির সতর্কতা!
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রধান দানি রেপি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে (প্রাদেশিক রাজধানী মানাডোর কাছে জলে যাত্রা করার সময় কেএম বার্সেলোনা ৫ নামের জাহাজটিতে আগুন ধরে যায়। পাঁচজনের মৃত্যু হয়েছে, ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভেরি আরিয়ান্তো সিনহুয়াকে বলেন, যৌথ উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের নৌকা তাদের উদ্ধার করেছে।”
দেখুন আরও খবর-