লন্ডন: দেড় মাসের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে লিজ ট্রাস ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যে তাঁর সম্ভাব্য উত্তরসূরিদের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই তালিকায় রয়েছে লিজের পূর্বসূরি বরিস জনসনের নামও। পাশপাশি রয়েছেন, লিজ়ের একদা প্রতিদ্বন্দ্বী ঋষি সুনকও। নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই, ঋষি সুনককে প্রধানমন্ত্রীর গদির দৌঁড়ে সরে দাঁড়াতে বললেন বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনিই যেন প্রধানমন্ত্রী হতে পারেন, এমনটাই আর্জি জানিয়েছেন বরিস।
বেশ কয়েকদিন আগেই বরিসকে সরিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন লিজ ট্রাস। তাঁর মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। কিন্তু প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম মিনি বাজেট পেশ করতেই দলের অন্তর্দ্বন্দ্বে সম্মুখীন হন লিজ। কনজারভেটিভ পার্টির একাংশ লিজ ট্রাসকে গদি থেকে সরানোর সিদ্ধান্ত নেন। তবে পদচ্যুত করার আগে নিজে থেকেই ইস্তফা দেন লিজ। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির অন্যতম পছন্দ ঋষি সুনকই।
তবে সেই দৌড়ে এবার বরিস জনসনও রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনে কনজারভেটিভ পার্টির সাংসদদের একাংশই জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে আসন্ন সাধারণ নির্বাচনে হারের হাত থেকে একমাত্র রক্ষা করতে পারেন বরিস জনসনই।
আরও পড়ুন:Kali pujo Flower: শীতের আমেজ নেই, জবা ফুলের ফলন বেশি, দাম পাচ্ছেন না কৃষকরা
এরপরই ঋষিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন বরিস জনসন। এমনটাই দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম। জানা গিয়েছে, তাঁদের মধ্যে সমস্ত বিরোধ মিটমাট করে নিতেও দাবি করছেন। আগামী সপ্তাহেই ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন হবে। আগামী শুক্রবারের মধ্যেই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন।