Sunday, August 24, 2025
HomeScrollচিকিৎসা বিজ্ঞানে সাফল্য, মানব শরীরে প্রতিস্থাপন করা হল শূকরের কিডনি

চিকিৎসা বিজ্ঞানে সাফল্য, মানব শরীরে প্রতিস্থাপন করা হল শূকরের কিডনি

ম্যাসাচুটেস: প্রতি মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান (Medical science)নতুন নতুন নজির গড়ে মৃত্যুর মুখ থেকে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলছে। এই রকম বহু নজির আছে। ফের চিকিৎসা বিজ্ঞানে ফের সাফল্য। মানুষের শরীরে বসানো হল (Pig kidney implanted)শূকরের কিডনি (Pig kidney) । এই নিয়ে দ্বিতীয়বার এই সাফল্যের পথে হাঁটল চিকিৎসাবিজ্ঞান। এই সাফল্যে এনেছে নিউ হ্যাম্পশায়ার (New Hampshire)। শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপণ করে জীবন দান করল এক ব্যক্তি। ওই ব্যক্তির সুস্থ হতে বেশ কয়েকমাস সময় লেগেছে।

৬৬ বছর বয়সি গ্রহীতার নাম টিম অ্যান্ড্রুজ। তিনিই প্রথম নন দ্বিতীয় ব্যক্তি যিনি শূকরের কিডনি নিয়ে বেঁচে আছেন।

ম্যাসাচুটেস জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার জানানো হয়েছে অ্যান্ড্রুজ ডায়ালাইসিস থেকে সম্পূর্ণভাবে মুক্ত। গত ২৫ জানুয়ারি কিডনি প্রতিস্থাপন হয়েছে তাঁর।

আরও পড়ুন: ইজরায়েলকে দেওয়া ‘বিশেষ ছাড়পত্র’ কেড়েনিলেন ট্রাম্প

চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, সাধারণত শূকরের দেহ থেকে চারটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়। দুটি হৃদয় এবং দুটি কিডনি। এর আগে আলাবামার এক মহিলার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। সেই ঘটনার পর আড়াইমাস কেটে গিয়েছে। বর্তমানে সুস্থ আছেন ওই গ্রহীতা মহিলা।

অ্যান্ড্রুজের প্রায় দুই বছর আগে তাঁর কিডনি কাজ করা বন্ধ হয়ে যায়। ডাক্তাররা তাঁকে পরামর্শ দেন এর জন্য কিডনি প্রতিস্থাপন করা উচিত। তবে এই প্রক্রিয়া বেশ জটিল ছিল। কারণ অ্যান্ড্রুজের রক্তের গ্রুপের লোকেদের জন্য উপযুক্ত কিডনি খুঁজে পেতে সাত বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। ডায়ালিসিস চলার সময়েও রোগী অসুস্থ হয়ে পড়তে পারে। টিম অ্যান্ড্রুজ-এর একবার হার্ট অ্যাটাকও হয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News