তালিবানদের হাতে প্রাণনাশের ভয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আফগানিস্তানে। প্রাণে বাঁচতে দেশ থেকে পালাতে মরিয়া আফগানরা।ইতিমধ্যেই অনেকে দেশে ফিরলে, এখনও আটকে রয়েছেন বহু।তাই পরিবার-পরিজন,বন্ধুবান্ধবদের বর্তমান পরিস্থিতি কি? তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির এক বাসিন্দা।
আরও পড়ুন ফের দেশে তালিবানি শাসন, শঙ্কায় আফগানবাসীরা
কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা এবং পরিবারের কথা তুলে ধরলেন এক আফগানি।নাম সৈয়দ।জানিয়েছেন, চিন্তিত আফগানিস্তানে তালিবানদের প্রবেশে বর্তমানে তাঁদের পরিস্থিতি নিয়ে। বছর কয়েক আগে আফগান থেকে পালিয়ে এসে দিল্লিতে বসবাস করছেন তিনি।তাই পরিবারের সকলেই রয়ে গেছেন আফগানিস্তানে। ফলে তালিবানদের প্রবেশে তাঁদের বর্তমান পরিস্থিতি কি? কিছুই জানতে পারছিনা।একইসঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যোগাযোগের রাস্তাও বন্ধ। তাই কোনও ভাবেই তাঁরা কেমন আছেন, বা কি পরিস্থিতিতে আছেন কোনও টাই জানা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন কাবুল বিমানবন্দরে গোলাগুলি, বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা
আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখলের পরই যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে পরিবার গুলি আদেও সুস্থ রয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।এই বিষয়ে তাঁদের বক্তব্য, তালিবানরা সুস্থ ভাবেই দেশ পরিচালনার কথা বললেও তা যে কোনও ভাবেই সম্ভব নয় তা সবাই জানে। সন্ত্রাসবাদীরা একটি দেশ চালাবে তাও আবার শান্তিতে। তাঁরা মুখে বললেও এটা কখনই হওয়ার নয়।কারণ এখনই কাবুলে মেয়েদের সঙ্গে চরম দুর ব্যবহার এবং অত্যাচার শুরু করেছে তালিবানরা।এমনকি গুলিতে প্রাণও হারিয়েছে অনেকেই।তাই এসবের মধ্যে থেকে পরিবারের মানুষজনরা বেরাতে পেরেছেন কি না তা জানা নেই।’
আরও পড়ুন কাবুলে আটকে ২০০-র বেশি ভারতীয়, দেশে ফেরা নিয়ে সংশয়
এছাড়াও এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দিল্লিতেই বসবাসকারী আরও এক আফগানি। জানিয়েছেন, ‘আমার বাড়ির সকলেই ঐখানে আটকে রয়েছেন। ভয়ে বাড়ির বাইরেও হয়তো বের হতে পারছেন না।কোনও খোঁজই নেই তাঁদের। কষ্ট হচ্ছে পরিবারের জন্য। কিন্তু কিছু করার নেই। হাত পা বাঁধা আমার।’