ওয়াশিংটন: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি তাঁরই এককালের আইনজীবী। ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া (Georgia) প্রদেশে হেরে গিয়েছিলেন ট্রাম্প। সেই ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই সময়কার ট্রাম্পের আইনজীবী জেনা এলিস (Jenna Ellis) স্বীকার করেছেন, সেই কাজে সাহায্য করেছিলেন তিনি। এ নিয়ে যদি সাক্ষ্য দিতেও প্রস্তুত তিনি।
ফুলটন কাউন্টি (Fulton County) সুপিরিয়র কোর্ট জাজ স্কট ম্যাকাফির সামনে অভিযোগ স্বীকার করতে গিয়ে গলা কাঁপছিল এলিসের। পরের দিকে কেঁদে ফেলেন তিনি। বিচারককে এও জানান, ট্রাম্পের লিগাল টিমের হয়ে কাজ করা তাঁর জীবনের বড় ভুল ছিল, তিনি এখন অনুশোচনায় ভোগেন।
আরও পড়ুন: সৌদি আরবে ইস্পোর্টসের বিশ্বকাপ ২০২৪ সালে
ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফলাফলে কারচুপি সংক্রান্ত চারটি মামলা হয়েছে। তিনি অবশ্য নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। ২০২৪ সালে রিপাবলিকান পার্টির (Republican Party) হয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন। এখন তাঁর প্রাক্তন আইনজীবী দোষ স্বীকার করায় কিছুটা ধাক্কা খেলেন ট্রাম্প।
How it started vs. how it’s going for Jenna Ellis pic.twitter.com/xXL3aMIYuP
— The Lincoln Project (@ProjectLincoln) October 24, 2023
দেখুন অন্য খবর: