ওয়েব ডেস্ক: ইরানের সামনে বাধ্য হয়ে অস্ত্র নামালেও গাজায় (Gaza) এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল (Israel)। বিধ্বস্ত এই দেশে যেখানে এক টুকরো খাবারের জন্য হাহাকার করছে শিশুরা, সেখানে খাবারের বদলে বারুদের বর্ষণ করছে নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সেনা। প্রাণের জন্য মরণপণ লড়াই চালিয়ে যেতে হচ্ছে গাজাবাসীকে। এই অবস্থায় আগামী দিনে ইজরায়েল যদি গাজায় আক্রমণের ঝাঁজ বাড়ায়, তাহলে গাজা ভয়াবহ এক মহাবিপর্যয়ের সম্মুখীন হবে। সাম্প্রতিক এই রিপোর্ট অন্তত সেই কথাই বলছে।
সম্প্রতি ইউনাইটেড মিশনের (United Mission) এক শীর্ষ আধিকারিক এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে বলা হয়েছে, গাজা এই মুহূর্তে মহাবিপর্যয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যদি ইজরাইল গাজার উপর মিলিটারি অপারেশন চালিয়ে নিয়ে যায় বা বৃদ্ধি করে, তাহলে এটা মহাবিপর্যয় ডেকে আনতে পারে। গাজায় পরবর্তী পদক্ষেপ হিসাবে ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে বড়সড় আক্রমণের বা মিলিটারি অপারেশনের ইঙ্গিত দিয়েছেন, তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ ইউনাইটেড নেশনের।
আরও পড়ুন: “নিজের কবর নিজেই খুঁড়ছি”, ভাইরাল ইজরায়েলি যুবকের ভিডিও
ইউনাইটেড নেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, মিরসলভ জেঙ্কা সম্প্রতি বলেছেন, যেভাবে গাজায় খাদ্য সংকট ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে প্যালেস্তিনীয়দের মৃত্যু হচ্ছে, তা নিয়ে ভাবার সময় এসে গিয়েছে। অন্যদিকে যেভাবে হামাসের হাতে ইজরায়েলের বেশ কিছু মানুষকে বন্দি করে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে যেভাবে ইজরায়েলের সেনাবাহিনী আক্রমণের তীব্রতা বাড়াতে তৈরি হচ্ছে, তা যথেষ্ট খারাপ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
এদিকে ইজরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পণবন্দীদের উদ্ধার করার লক্ষ্যে এই সপ্তাহেই ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন। এর মধ্যে আবার ইজরাইলের একজন বলিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, ইজরায়েল গাজা স্ট্রিপে হামাসের হাতে যতজন ইজরায়েলিদের পণবন্দী করে আটকে রাখা হয়েছে, তাঁদের সকলকে যতক্ষণ না পর্যন্ত উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাজায় হামলা চলবে।
দেখুন আরও খবর: