মিউনিখ: ইউক্রেনে রাশিয়ার (Ukraine Russia tension) সম্ভাব্য হামলা নিয়ে চিন্তিত ও উদ্বেগে পশ্চিমি দেশগুলি৷ যদিও পশ্চিমি দেশগুলির এই দাবিকে ‘ভিত্তিহীন হিস্টিরিয়া’ হিসেবে উড়িয়ে দিয়েছে রাশিয়া৷ তাতেও উদ্বেগ দূর হচ্ছে না৷ যুদ্ধ অবশ্যম্ভাবী ধরে একে একে ইউরোপ ও আমেরিকার দেশগুলি তাদের দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিচ্ছে৷ এবার জার্মানিও (Germany) একই নির্দেশ দিল৷ শুধু তাই নয়, আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনে নামবে না জার্মানির সবচেয়ে বড় উড়ান সংস্থা লুফতানসা-র কোনও বিমান৷ উত্তেজনা কমে পরিস্থিতির উন্নতি হলে উড়ান পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে৷
রাশিয়া ঠিক করে ইউক্রেনে হামলা করতে পারে সেই দিনক্ষণ এখনও জানাতে পারেনি আমেরিকা৷ এদিকে আগামী কয়েকদিনের মধ্যে হামলার আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে জার্মানদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল জার্মানির বিদেশমন্ত্রক৷ এই মুহূর্তে মিউনিখেই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি৷ দেশের বিপদে পশ্চিমি দেশগুলিকে পাশে চেয়ে বার্ষিক নিরাপত্তা অধিবেশনে যোগ দিতে গিয়েছেন৷
বিদেশমন্ত্রকের ঘোষণার আগে আরও একটি ঘোষণা সামনে আসে৷ সেটা উড়ান সংস্থা লুফতানসার তরফে৷ তারা জানিয়েছে, আগামী সোমবার থেকে কিইভ ও ওডেসার মধ্যে বিমান চলাচল আপাতত স্থগিত রাখা হচ্ছে৷ শনিবার এবং রবিবারও দুই শহরের মধ্যে অল্প সংখ্যায় উড়ান চলবে৷
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ইউক্রেনকে উস্কানোর চেষ্টা রাশিয়ার, মন্তব্য বাইডেনের