ওয়েব ডেস্ক: এবার বিশ্ব বাণিজ্যে ভারত (India), চীন (China) এবং রাশিয়া (Russia) একই পংক্তিতে চলে আসতে চলেছে। আগামী ১৮ অগাস্ট ভারতে আসতে চলেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। সীমান্ত বিবাদ ভুলে খুলে দেওয়া হচ্ছে চীন ভারত প্রাচীন বাণিজ্য রুট, এমনটাই ইঙ্গিত দিল চীনের বিদেশ মন্ত্রক। উত্তরাখণ্ডের লিপলে পাস, হিমাচল প্রদেশের শিপকিলা পাস এবং সিকিমের নাথুলা পাস। দিয়ে এবার ভারত ও চীনের মধ্যে বাণিজ্য শুরু হবে।
জানা গিয়েছে, ৩ লক্ষ মেট্রিক টন ইউরিয়া চীন থেকে ভারতে আসতে চলেছে। যা ভারতীয় কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হয়ে উঠবে। কয়েক লক্ষ মেট্রিক টন ইউরিয়া রাশিয়া (Russia) থেকেও ভারতে আসতে চলেছে। ইতিমধ্যেই ভারতীয় তেল কোম্পানি গুজরাতের নায়রা এনার্জি রাশিয়া থেকে তেল আমদানি করে তা আর ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলিকে না পাঠিয়ে এবার চীনকে পাঠানো শুরু করতে চলেছে।
আরও পড়ুন: পুতিনকে বৈঠকে রাজি করাতেই ভারতের উপর শুল্ক চাপ! দাবি ট্রাম্পের
আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই বিশ্ব বাণিজ্যে ভারত-চীন-রাশিয়া নতুন অক্ষ গড়ে উঠছে। ঘরে-বাইরে ফের সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে ট্রাম্প যেভাবে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তাতে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। এই সম্পর্ক মেরামত করতে আমেরিকার বহু সময় লেগে যাবে।
ট্রাম্পের নিজের দল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দলের পক্ষ থেকেও ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার বিষয় নিয়ে দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। এক কথায় ‘পাগলা’ ট্রাম্পের পাগলামির জেরে ভারত-চীন-রাশিয়া বিকল্প শক্তি হিসাবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। আগামী দিনে বিশ্ব মানচিত্রে গুরুত্ব ও প্রাসঙ্গিকতা হারানোর পথে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেখুন অন্য খবর: