ওয়েব ডেস্ক: ভারত ও রাশিয়ার সম্পর্ক (India-Russia Relation) যে ভালো চোখে দেখছে না আমেরিকা (USA), তা পরিষ্কার হয়েছিল বুধবারই। এদিন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করেন। এর জেরে ভারতের শেয়ার বাজারেও নিম্নমুখী প্রভাব দেখা যায়। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ভারত ও রাশিয়াকে বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক (Trade Relation) নিয়ে কোনওভাবে চিন্তিত নয় ওয়াশিংটন।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট করে লেখেন, ‘ভারত রাশিয়ার সাথে কী করে, তাতে আমার কিছু যায় আসে না। তারা একসাথে তাদের মৃত অর্থনীতিকে ধ্বংস করছে। সেটা নিয়েই আমার সবচেয়ে বেশি চিন্ত।’ একইসঙ্গে এই পোস্টে তিনি লেখেন, ‘আমেরিকা ভারতে খুব কম ব্যবসা করেছে। কারণ ভারতের শুল্ক অনেক বেশি। একইভাবে, আমেরিকা রাশিয়ার সঙ্গেও সেভাবে কোনও ব্যবসা করে না।’
আরও পড়ুন: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
এই পোস্টেই তিনি রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভকেও হুঁশিয়ারি দেন। ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার ব্যর্থ প্রাক্তন রাষ্ট্রপতি মেদভেদেভ, যিনি এখনও নিজেকে এখনও রাষ্ট্রপতি মনে করেন, তাঁর ভেবেচিন্তে কথা বলা উচিত। তিনি খুব বিপজ্জনক জায়গায় ঢুকছেন।’ অর্থাৎ, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন ট্রাম্প। ভারতের পাশাপাশি রাশিয়াকেও তিনি ইঙ্গিতে যে বেশ কিছু বার্তা দিলেন, তাতে কোনও সন্দেহ নেই।
প্রসঙ্গত, এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার শাস্তি হিসেবে ভারতের উপর এই শুল্ক চাপানো হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
দেখুন আরও খবর: